Krishnendu Narayan Choudhury | Malda: কৃষ্ণেন্দুকে হুমকি ফোন 'ডি কোম্পানির'! আতঙ্কে মালদার চেয়ারম্যান...

Malda Municipality Chairperson: সেই সময় সকাল ১০টা ৪০ মিনিটে একটি নম্বর থেকে ফোন আসে। কালিয়াচক থানার ডাঙা এলাকায় নেটওয়ার্ক দেখাচ্ছে।

Feb 21, 2025, 16:11 PM IST
1/7

বছরের শুরুতে

রণজয় সিংহ: দেড় মাস আগে অর্থাৎ বছরের শুরুতেই ২ জানুয়ারি খুন হন মালদহ ইংরেজবাজার পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার দুলাল সরকার ওরফে বাবলার। সেই ঘটনার পরই নড়েচড়ে বসেন স্থানীয় তৃণমূল নেতারা। 

2/7

মালদহ

এমনকি জানা গিয়েছে, মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি নিজের সিকিউরিটিও বাড়িয়ে ছিলেন ওই ঘটনার পর। (তথ্য- রণজয় সিংহ)

3/7

আঁটসাঁট

পাশাপাশি নিজেকে আঁটসাঁট করেছিলেন কৃষ্ণেন্দু। এবার সরাসরি হুমকির ফোন পেলেন তিনি। (তথ্য- রণজয় সিংহ)  

4/7

'ডি কোম্পানি'

পুলিস সূত্রে জানা গিয়েছে, 'ডি কোম্পানি'র প্রদীপ নামে একজন কৃষ্ণেন্দুবাবুকে বুধবার ম্যাসেজ করেছিল। সেখানে লেখা, 'হ্যালো ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ২০ পেটি (টাকার নিরিখে) দিতে হবে। না হলে তুমি এবং তোমার পরিবারকে খুন করে দেব।' (তথ্য- রণজয় সিংহ) 

5/7

তোয়াক্কা না করলেও

সেই ম্যাসেজের তোয়াক্কা না করলেও এবার সরাসরি চলে আসে হুমকি ফোন। সেখানেও একই কথা বলতে শোনা যায়। (তথ্য- রণজয় সিংহ)  

6/7

আতঙ্কে

গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন কৃষ্ণেন্দু। তিনি জানিয়েছেন, 'আমি একটু কাজের জন্য বাইরে বেড়িয়ে ছিলাম। সেই সময় সকাল ১০টা ৪০ মিনিটে একটি নম্বর থেকে ফোন আসে। সেখানে ওই ব্যক্তি আমার নাম কনফার্ম করে। তারপর বলতে থাকে আমার ম্যাসেজ আপনি খেয়াল করেননি? আপনি পরিষ্কার করে শুনে রাখুন। যত দ্রুত সম্ভব ২০ পেটি নিয়ে চলে আসুন। নাহলে আপনি এবং আপনার পরিবারকে খুন করে দেব।' (তথ্য- রণজয় সিংহ) 

7/7

ফোন নম্বর ট্রেস

ইতিমধ্যেই পুলিসকে সমস্তটা জানিয়েছেন চেয়ারম্যান। এসটিফ ইতিমধ্যেই ফোন নম্বর ট্রেস করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কালিয়াচক থানার ডাঙা এলাকায় নেটওয়ার্ক দেখাচ্ছে। যদিও বাকি তদন্ত করছে পুলিস। ঘটনার পর বাড়িয়ে দেওয়া হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর সিকিউরিটি। (তথ্য- রণজয় সিংহ)