Tangra Murder Case | Health Update: ডাক্তারখানায় যাওয়ার নামে গাড়ি ছুটিয়ে ধাক্কা মারে বাবা! কেমন আছে ট্যাংরার নাবালক?

Kolkata Tangra Murder Case: সে বলেছিল,"তোমরা যেখানে যাবে, আমিও সেখানেই যাব।"   

Feb 21, 2025, 15:59 PM IST
1/7

কেমন আছে ট্যাংরার নাবালক?

Tangra Murder Case Health Update

Kolkata Tangra Murder Case: দুই ভাই-বোনকে পায়েস দিয়েছিল খেতে। কিন্তু সেই পায়েস যে আসলে 'বিষ'! তুলসি পাতার গন্ধে ভরপুর সেই পায়েস দেখে ঘুণাক্ষরেও বোঝেনি দুই ভাই-বোন। তৃপ্তি করেই সেই পায়েস খায় দুজনে। তারপর 'ঘুমিয়ে' পড়ে...

2/7

কেমন আছে ট্যাংরার নাবালক?

Tangra Murder Case Health Update

ঘুম ভাঙে যখন তখন পরদিন সকালে, তখন বোন চিরঘুমে। তারও হাতের শিরা কাটা! কিন্তু তখনও বেঁচে আছে সে। জানা গিয়েছে, তখন তাকে তাঁর বাবা মানে দে পরিবারের বড় ভাই প্রণয় দে বলেন,"চল তোকে ডাক্তারখানায় নিয়ে যাই।" যার উত্তরে সে-ও বলে,"তোমরা যেখানে যাবে, আমিও সেখানেই যাব।" 

3/7

কেমন আছে ট্যাংরার নাবালক?

Tangra Murder Case Health Update

এরপরই ১৮ তারিখ রাতে ট্যাংরার বাড়ি থেকে গাড়ি করে বের হয় ৩ জন। উদ্দেশ্য 'আত্মঘাতী' হওয়া! ২-৩টে লোকেশনও ঠিক করে রেখেছিল ২ ভাই। ট্যাংরা থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতু, AJC বোস সেতু, পার্ক সার্কাস ঘুরে বাইপাসের উপর অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে সজোরে গাড়ি নিয়ে গিয়ে ধাক্কা মারে বড় ভাই প্রণয় দে।

4/7

কেমন আছে ট্যাংরার নাবালক?

Tangra Murder Case Health Update

দুর্ঘটনায় গুরুতর জখম হয় ৩ জন-ই। বর্তমানে প্রণয় দে, তাঁর ১৪ বছরের নাবালক ছেলে ও ভাই প্রসূন দে ৩ জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, তাঁরা এখনও বিপন্মুক্ত নন। ৩ জন-ই রয়েছেন ICU-তে।

5/7

কেমন আছে ট্যাংরার নাবালক?

Tangra Murder Case Health Update

প্রসূন দে-র দুই হাতের হাড় সরে গিয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। তাঁর চিকিৎসায় ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্লাস্টিক সার্জেন ডাক্তার দীপাঞ্জন দে, অর্থোপেডিক সার্জেন ডাক্তার দীপাঞ্জন ভদ্র ও ক্রিটিক্যাল এক্সপার্ট রিমিতা দে-র অধীনে চিকিৎসাধীন তিনি। 

6/7

কেমন আছে ট্যাংরার নাবালক?

Tangra Murder Case Health Update

ওদিকে প্রণয় দে-র চিকিৎসায় ২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অর্থোপেডিক সার্জেন ডাক্তার দীপাঞ্জন ভদ্র, ক্রিটিক্যাল এক্সপার্ট রিমিতা দে-র অধীনে তিনি চিকিৎসাধীন। অপারেশন হয়েছে।

7/7

কেমন আছে ট্যাংরার নাবালক?

Tangra Murder Case Health Update

আর প্রণয় দে-র ১৪ বছরের নাবালক ছেলেরও  চিকিৎসায় ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার ডান হাতে আঘাত, ডান হাতের সঙ্গে ঘাড়ের সংযোগস্থলে আঘাত। কবজি ও গলায় গুরুতর চোট। অর্থোপেডিক সার্জেন ডাক্তার দীপাঞ্জন ভদ্র, জেনারেল সার্জেন দেবার্চন ঘোষ ও শিশুরোগ বিশেষজ্ঞ স্বপ্ননীল সঞ্জয়ের অধীনে চিকিৎসাধীন সে।