Delhi Lady Don: বরের ড্রাগ সাম্রাজ্যের বেতাজ রানি! ১ কোটি হেরোইন-সহ গ্রেফতার 'লেডি ডন'...

Delhis Lady Don Arrested: হাসিমের বিশ্বাসযোগ্য মানুষগুলোয় তালিকায় ধীরে ধীরে নিজের নাম তুলেছিলেন জোয়া। পূর্ব দিল্লি থেকে তাকে গ্রেফতার করে স্পেশ্যাল সেল। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে আরও মাদক পাচারের ছক ছিল তার।

Updated By: Feb 21, 2025, 02:47 PM IST
Delhi Lady Don: বরের ড্রাগ সাম্রাজ্যের বেতাজ রানি! ১ কোটি হেরোইন-সহ গ্রেফতার 'লেডি ডন'...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসিনা পারকরকে মনে আছে! দিল্লির 'লেডি ডন'-এর কাহিনি সেই গল্পকেই মনে করিয়ে দিচ্ছে। দিল্লির আন্ডারওয়ার্ল্ড-এর ‘কুইন’ হয়ে উঠেছিলেন জোয়া খান। বছরের পর বছর পুলিসের চোখে ধুলো দিয়ে অবশেষ জালে ধরা দিতেই হল। বছর ৩৩-এর জোয়া খান, কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবার তৃতীয় স্ত্রী। আন্তর্জাতিক বাজারে প্রায় ১ কোটি মূল্যের ২৭০ গ্রাম হেরোইন নিয়ে ধরা পড়ল পুলিসের হাতে। 

আরও পড়ুন, Death in Accident: মাত্র ১৬-য় নিভল জীবনশিখা! পথ দুর্ঘটনায় মৃত্যু একমাত্র সন্তানের, ভেঙে পড়লেন মা...

দীর্ঘদিন ধরে পুলিসের সন্দেহের তালিকায় থাকলেও জোয়ার নাগাল পাওয়া যাচ্ছিল না। পুলিসের অভিযোগ, জেলবন্দি স্বামীর অপরাধ সাম্রাজ্য পরিচালনা করছিলেন জোয়া। অপহরণ, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজের নেতৃত্ব দিতেন। গ্যাংস্টার হাশিম বাবারের তৃতীয় স্ত্রী জোয়া। আপাতত দিল্লি পুলিসের কাছে মাদক পাচার মামলায় ধরা খেয়ে তিহাড়ে জেলবন্দি হাশিম। 

২০১৭ সালে হাসিম বাবাকে বিয়ে করেছিলেন জোয়া। তার আগে আরও একজনকে বিয়ে করেছিলেন তিনি। হাসিমের বিশ্বাসযোগ্য মানুষগুলোয় তালিকায় ধীরে ধীরে নিজের নাম তুলেছিলেন জোয়া। সূত্রের খবর, জোয়া তাঁর স্বামীর গ্যাংয়ে হাসিনা পারকরের নামে অবতীর্ণ হন, যিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন, যিনি একসময় তাঁর অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।

তবে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার এই রীতি পরিবার সূত্রেই পেয়েছেন জোয়া। ২০২৪ সালে যৌনচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন জোয়ার মা। বাবাও মাদক কারবার চালান। হাই-প্রোফাইল পার্টিতে যোগ দিতেন, দামি পোশাক পরতেন এবং বিলাসবহুল ব্র্যান্ডের সব জিনিস ব্যবহার,জোয়ার ইমেজই ছিল আলাদা।দক্ষিণ দিল্লির অভিজাত গ্রেটার কৈলাস এলাকার জিম মালিক নাদির শাহকে ২০২৪-এর সেপ্টেম্বরে গুলি করে হত্যা করা হয়।

এমনকী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গেও জোয়ার যোগাযোগ ছিল বলে খবর। জেলে দেখা করতে গিয়ে গ্য়াংস্টার বাবার সঙ্গে জোয়া সাংকেতিক ভাষায় কথা চালাতেন। স্বামীর থেকে গ্যাংয়ের আর্থিক এবং কার্যক্রম পরিচালনা করার টিপস এবং পরামর্শ নিতেন। 

আরও পড়ুন, Chow Mein Fight: ৩০ মিনিট দেরিতে কেন চাউমিন? কিশোরকে 'পিটিয়ে মারলেন' স্থানীয় নেতা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.