Chow Mein Fight: ৩০ মিনিট দেরিতে কেন চাউমিন? কিশোরকে 'পিটিয়ে মারলেন' স্থানীয় নেতা!

Chow Mein Fight killed 14 Year Old teen: স্থানীয় বিজেডি নেতা কমল মল্লিক অন্যদের সঙ্গে নিয়ে এসে ওই কিশোরকে লোহার রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ। 

Updated By: Feb 20, 2025, 07:38 PM IST
Chow Mein Fight: ৩০ মিনিট দেরিতে কেন চাউমিন? কিশোরকে 'পিটিয়ে মারলেন' স্থানীয় নেতা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাউমিন নিয়ে মারপিট। সেই চাউমিন নিয়ে মারপিটের জেরে প্রাণ হারাল ১৪ বছরের এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ওড়িশায়। ওড়িশার জাজপুরের গোবিন্দপুর গ্রামে রাস্তার ধারে একটি খাবারের দোকানে চাউমিন দেরিতে পরিবেশন করা নিয়ে ঝগড়া বাধে। বচসার সময় ১৪ বছরের ওই কিশোরকে বেধড়ক মারধর করা হয়। আর তাতেই প্রাণ হারায় ওই কিশোর। 

মৃতের নাম শান্তনু দাস। খুনের অভিযোগে বুধবার একজনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত ব্যক্তি বিজেডির স্থানীয় নেতা বলেও জানা গিয়েছে। ৯ ফেব্রুয়ারি রাতে ঘটনার সূত্রপাত। মারধরের চোটে গুরুতর আহত ওই কিশোর এক সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর, চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিসে অভিযোগ দায়ের করেছেন নিহত কিশোরের বাবা শুকদেব। তিনি অভিযোগ করেছেন যে, তিনি স্থানীয় অনিল কুমার মল্লিকের দোকানে চাউমিন খেতে গিয়েছিলেন। কিন্তু ৩০ মিনিট পরেও তাকে তা পরিবেশন করা হয়নি।

এরপর শুকদেব যখন দেরির কারণ জিজ্ঞাসা করেন, তখন দোকান মালিক অনিল কুমার মল্লিক প্রথমে তাকে মারধর করেন। ছেলে শান্তনু ঘটনাস্থলে পৌঁছে তাতে বাধা দেয়। কেন মল্লিক তার বাবাকে মারধর করছেন, দোকান মালিককে জিজ্ঞাসা করে সে। অভিযোগ, এরপরই কাছাকাছি থাকা স্থানীয় বিজেডি নেতা কমল মল্লিক অন্যদের সঙ্গে নিয়ে এসে তাঁর ছেলে শান্তনুকে লোহার রড দিয়ে মারধর করেন। 

অভিযোগ, তাতেই ওই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন জখম বাবা-ছেলে দুজনকেই জাজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শান্তনুর অবস্থার অবনতি হলে, তাকে কটকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। বিজেডি নেতা কমল মল্লিককে পুলিস গোপন জায়গা থেকে গ্রেফতার করলেও, বাকি অভিযুক্তরা এখনও পলাতক। 

আরও পড়ুন, Hyderabad Doctor Goes Missing | Koppal Mishap: ফ্রেন্ডস ট্রিপে সাঁতার কাটতে নদীতে ঝাঁপ তরুণী ডাক্তারের! তারপরই... শেষ মুহূর্তের ভিডিয়ো মর্মান্তিক...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.