WATCH | Robot Protoclone: অবিশ্বাস্য! সিলিংয়ে ঝুলছে 'মানুষ-রোবট', স্পষ্ট ত্বকের ভিতরের পেশি-হাড়...

Robot Protoclone: যেন অবিকল কোনও মানুষ! কে বলবে রোবট...  

Updated By: Feb 21, 2025, 09:01 PM IST
WATCH | Robot Protoclone: অবিশ্বাস্য! সিলিংয়ে ঝুলছে 'মানুষ-রোবট', স্পষ্ট ত্বকের ভিতরের পেশি-হাড়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এই আলোচনা আবহমান... বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কাজ করে চলেছেন রোবট নিয়ে। অনেকেই বলে থাকেন যে, আগামীর বিশ্বে মানুষ নয়, দাপাবে মানুষের তৈরিই রোবট! আটের দশকে জেমস ক্যামেরনের 'টার্মিনেটর' সিনেমাই কি হতে চলেছে বাস্তব! 

এক দল বিজ্ঞানী যা করে ফেললেন, তা  অবিশ্বাস্য বললেও কম! রোবট কিন্তু রোবট নয়, যেন অবিকল মানুষ! যে রোবটের ত্বকের ভিতর দিয়ে দেখা যাচ্ছে পেশি-হাড়! আমেরিকা-পোল্যান্ড ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থা ক্লোন রোবোটিক্স বানিয়ে ফেলল পূর্ণাঙ্গ সিন্থেটিক মানব প্রোটোটাইপ! যা একই ভাবে মানুষকে মুগ্ধ করছে  আবার একই সঙ্গে অস্থিরও করে তুলেছে। 

আরও পড়ুন: পোহাতে হবে না ট্রেন-প্লেনের ঝক্কি, হাওয়ানৌকায় উড়বেন সমুদ্রে! মাত্র ৩ ঘণ্টায় প্রায় ২০০০ কিমি রাস্তা...

রোবট প্রটোক্লোন, এককথায় মানুষেরই ক্লোন! সাধারণত রোবটের হাঁটাচলা হয় অদ্ভুত, থাকে আড়ষ্ঠতা! কিন্তু এই রোবটের ভিডিয়ো রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে। সিলিং থেকে ঝুলছে, হাত-পা নড়ছে।  কিছুটা বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনির সিনেমার মতো। 

আরও পড়ুন: দাম-ফিচারে হাতের মুঠোয় সস্তার আইফোন! এখনই কাঁপছে বাজার...

প্রোটোক্লোন, বিশ্বের প্রথম রোবট যা দু'পায়ে হাঁটতে পারে এবং তার শরীর মানুষের মতো কাজ করে। এমনটাই দাবি ক্লোন রোবোটিক্স সংস্থার। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে 'প্রোটোক্লোন, বিশ্বের প্রথম দ্বিপদ, পেশিবহুল অ্যান্ড্রয়েড। মুখবিহীন হলেও শারীরবৃত্তীয়ভাবে নির্ভুল। এমন কৃত্রিম মানব যার ২০০ ডিগ্রিরও বেশি স্বাধীনতা রয়েছে। ১০০০টিরও বেশি মায়োফাইবার এবং ৫০০টি সেন্সর রয়েছে।' মনে করা হচ্ছে এই রোবট দুনিয়া বদলে দেবে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.