6 February 2025, 09:00 AM
আদালতে হাজিরা দিতে এসে ফিরতে হল জেলে! ভূপতিনগর বিস্ফোরণে হাইকোর্টে জামিনপ্রাপ্ত ২ জনের জামিন বাতিল। বলাইচরণ মাইতি ও মনোব্রত জানার জামিন বাতিল। জামিন বাতিল করল এনআইএ বিশেষ আদালত । ২৯ জানুয়ারি দুজনকে শর্তসাপেক্ষে জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের শর্ত উপেক্ষা করায় জামিন বাতিল। এই দুজনকে গ্রেফতার করতে গিয়ে ভূপতিনগরে আক্রান্ত হয় এনআইএ।
6 February 2025, 09:00 AM
Madhyamik 2025: এবার মাধ্যমিকে আরও কড়াকড়ি। মোবাইল ফোন ব্যবহার নিয়ে কড়া নিষেধাজ্ঞা । পরীক্ষক বা স্কুলকর্মীদের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা। বরাবরই মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকে। এবার সেই নিষেধাজ্ঞা আরও কড়াভাবে দিল মধ্যশিক্ষা পর্ষদ।
6 February 2025, 08:45 AM
BGBS 2025: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় এবং শেষ দিন । আজ ৫টি দেশের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক । এছাড়া সেক্টোরিয়াল মিটিংও হবে মিলন মেলা প্রাঙ্গণে। আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুত্-সহ একাধিক ক্ষেত্র নিয়ে সমাপ্তি অনুষ্ঠান। বাণিজ্য সম্মেলনে কত টাকার লগ্নির প্রস্তাব,স্পষ্ট হবে । প্রথম দিনেই ৯১ হাজার কোটি টাকা লগ্নির প্রস্তাব দিয়েছেন। লগ্নির প্রস্তাব দিয়েছেন দেশের বড় শিল্পপতিরা।
6 February 2025, 08:30 AM
Baranagar: স্কুলপড়ুয়াদের ঝামেলায় জড়ালেন অভিভাবকরাও। বরানগরে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে মারপিট। দুই পড়ুয়ার মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে সংঘর্ষ। মারামারিতে আহত তিন মহিলা সহ পাঁচ। উত্তেজনা ঠেকাতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। ওসিকে ঘিরে বিক্ষোভ।