24 February 2025, 11:15 AM
Jalpaiguri: জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিতের অভিযোগ। গ্রেফতার যুবক। পুলিস সূত্রে খবর, ধৃত যুবক কলেজ সংলগ্ন এলাকারই বাসিন্দা। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে ঢুকে তিন ছাত্রীকে উদ্দেশ্য করে সে অশালীন ইঙ্গিত করে অভিযোগ। তাকে গ্রেফতার করে পুলিস। আদালতে পাঠানো হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
24 February 2025, 08:45 AM
East Medinipur: গোপনে ধর্মান্তরিত করা হচ্ছে এমন খবর পেয়ে গ্রামের এক সম্প্রদায়ের মানুষজন বাধা দিতে গেলে ব্যাপক মারামারি উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় উভয় পক্ষের মধ্যে। আহত অনেকে। সামাল দিতে এলাকায় পুলিস পৌঁছেছে।
24 February 2025, 08:45 AM
East Medinipur: শুভেন্দুর গড়ে বিজেপির গ্রাম পঞ্চায়েত এলাকায় সমবায় সমিতির ভোটে তৃণমূলের বিপুল জয়। ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয়লাভ তৃণমূল সমর্থকদের। গত লোকসভা ভোটে শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী রামনগরের বিধায়ক অখিল গিরির এলাকায় প্রায় দশ হাজার ভোটে লিড পেয়েছিল। এই সমবায় সমিতিতে জয়লাভের পর তৃণমূল অর্থাৎ অখিল গিরি ফের ঘর গোছাতে শুরু করে দিল।
24 February 2025, 08:45 AM
Barrackpur: সোদপুর সুখচর বাজারপাড়া এলাকায় ফেরিওয়ালাকে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল মৃতদেহ চিরাগ গুহ নামে এলাকারই এক যুবক। টিন ভাঙ্গা, লোহা ভাঙ্গা ফেরিওয়ালার কাজ করত কামারহাটির বাসিন্দা আকরাম আলী। তার থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিল চিড়াগ গুহ নামে এলাকার এক যুবক। এই ধার দেওয়া টাকা নিয়ে বেশ কিছুদিন আগে চিরাগের সঙ্গে গন্ডগোল হয়েছিল আক্রমের। আক্রম আলী সেই টাকা চাইতে চিরাগের বাড়িতে এসেছিল। আর সেই সময় চিড়াগ গুহ ফেরিওয়ালা আকরাম আলীকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করে। পাশাপাশি গলায় ও মুখে তার জড়িয়ে আক্রমকে খুন করে চিরাগ। এলাকার মানুষ দুর্গন্ধ পেয়ে খবর দেয় খড়দহ থানার পুলিসকে। পুলিস এসে বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি অভিযুক্ত চিরাগকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিরাগ গুহর মা পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।