West Bengal News LIVE Update: মহাকুম্ভের পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, কুলটিতে মৃত্যু ২ পুণ্যার্থীর

West Bengal News LIVE Update: হাওড়ার ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিস অফিসার। তার হাতে গুলি লাগে

Last Updated: Thursday, February 20, 2025 - 08:05
West Bengal News LIVE Update: মহাকুম্ভের পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, কুলটিতে মৃত্যু ২ পুণ্যার্থীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

20 February 2025, 08:00 AM

Suvendu Adhikari: আজ বিকেল চারটের সময় রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং সাসপেনশন এই দুই ইস্যুতে  রাজ্যপালের সঙ্গে এই সাক্ষাৎ।  এমনটাই মনে করা হচ্ছে । ইতিমধ্যে সুকান্ত মজুমদার এই সাসপেনশন ইস্যুতে রাজ্যপাল কে চিঠি দিয়েছেন ।

 

20 February 2025, 08:00 AM

Bhangor: আইএসএফ ও জমি জীবিকা রক্ষা কমিটির অঞ্চল সভাপতি সহ তাদের ৫০০ কর্মী সমর্থকরা যোগ দিয়েছে তৃণমূলে, এমনই দাবি শওকত মোল্লা-সহ তৃণমূল নেতা খইরুল ইসলামের। ভাঙ্গর ২ পোলেরহাট পঞ্চায়েত জমি জীবিকা ও আইএসএফের দখলে। এবারে সেই শক্ত ঘাঁটি থেকে আইএসএফ ও জমিজীবীকা রক্ষা কমিটির কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছে বলে এমনই দাবি তৃণমূল নেতা  খইরুল ইসলামের। ভাঙ্গড় ২ পোলেরহাট পঞ্চায়েত আই এস ও জমি জীবিকা রক্ষা কমিটি সমর্থনে তাদের দখলে ছিল  পোলেরহাট পঞ্চায়েত। আর সেই পঞ্চায়েতের আইএসএফ ও জমি জীবিকা রক্ষা কমিটির অঞ্চল সভাপতিসহ ৫০০ সমর্থক তারা তৃণমূলে যোগ দিয়েছে বলে জানান তারা। 

20 February 2025, 08:00 AM

Canning: মদ খাইয়ে বেধড়ক মারধর করে ৩০ হাজার টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশী ৩ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে  রাতে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলায় । আক্রান্ত যুবক রবি ঘড়াই বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিষয়ে আক্রান্তের পরিবার থানায় অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্তদের আটক কিংবা গ্রেফতার করতে পারেনি পুলিস।

20 February 2025, 08:00 AM

Howrah: গোপন সূত্রে খবর পেয়ে বাগনান থানার পুলিস  প্রায় ৬৫ কেজি গাঁজা উদ্ধার করল বাগনান থানার পিপুল্যান থেকে৷ গাঁজা একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়৷  ছটি বড় ব্যাগে ভর্তি করে রাখা ছিল ৷ পুলিসের অনুমান এগুলি অন্যত্র সাপ্লাই করার জন্য মজুদ করে রাখা হয়েছিল৷ এর সঙ্গে জড়িত আরবাজ নামের একজনকে পুলিস গ্রেফতার করেছে৷ যে গাঁজা উদ্ধার হয়েছে সেই গাঁজার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা৷ যে বাড়িতে গাঁজার ব্যাগ গুলি রাখা ছিল সেই বাড়ির মালিক মানোয়ার পলাতক৷ অন্যদিকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়৷ এই গাঁজার প্রধান ব্যবসায়ী ফিরোজ আলী ৷ যে বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়েছে ওই বাড়ির কিছু দূরে ফিরোজ আলীর বাড়ি ৷ তার বাড়িটি পুলিস সিজ করে দেয়৷৷ ধৃত আরবাজকে  জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে আরবাজ  ক্যারিয়ার সে মাল ক্যারি করে দিয়ে আসে পার্টির কাছে৷ অন্যদিকে যে বাড়িতে গাঁজা উদ্ধার হয় সেই বাড়ির মালিক মানোয়ার ফিরোজ আলীর ম্যানেজার৷ মানোয়ার ও ফিরোজ আলী দুজনেই পলাতক৷ পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে৷ উদ্ধার হওয়া গাঁজা পুলিশ সিজ করে ৷অন্যদিকে এত জনবহুল এলাকার  গ্রামের ভিতরে কিভাবে এই  বিপুল পরিমাণ গাঁজা ব্যবসা চলতো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

20 February 2025, 08:00 AM

Howrah: হাওড়ার ঘোষ পাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিস অফিসার। তার হাতে গুলি লাগে। রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্টরা ও শিবপুর থানার পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল। পুলিস সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ ওই অফিসারের নাম জয়ন্ত পাল। হুগলী জেলায় কর্মরত। তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন। একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায়। যেটি আটক করেছে পুলিস।ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকে। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা রয়েছেন ঘটনাস্থলে। ওই মহিলার সাথে পুলিস অফিসারের কী সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিস। মহিলার সাথে বিবাদের জেরেই কি এই ঘটনা? তদন্তে পুলিস।

 

20 February 2025, 08:00 AM

Mahakumbh 2025: কুম্ভ যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এই ঘটনায় দুটি পরিবারের চার মহিলা সহ মোট ৬ আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের ৮ জন একটি জায়লো গাড়ি করে মহামুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে কুলটি থানার চৌরঙ্গী মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্থ হয়। গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান, গাড়িটি ৭০-৮০ স্পিডে ছিল। একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে। তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (৬৫)শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে।  আহত হয়েছেন শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধু অনন্যা মুখার্জি (২৭), শৈলেন বাবুর স্ত্রী রূম্পা ব্যানার্জি  এবং শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার  ও  চালক সোমনাথ চক্রবর্তী।  এরমধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক। আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন।