West Bengal News LIVE Update: কল্যাণী বিস্ফোরণ-কাণ্ডে ফের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

West Bengal News LIVE Update: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তায় জোর। নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

Last Updated: Thursday, February 13, 2025 - 11:19
West Bengal News LIVE Update: কল্যাণী বিস্ফোরণ-কাণ্ডে ফের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

13 February 2025, 11:15 AM

Cooch Behar: কোচবিহার মেডিকেল কলেজ হোস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার। গতকাল রাতে পুলিশ দেহটি উদ্ধার করে। কিষান কুমার নামে বিহারের বাসিন্দা। ৩০৪ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ ছিল বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে অনুমান সম্পর্কের টানাপোড়নের জেরে আত্মহত্যার করেছে ওই ডাক্তারি পড়ুয়া।

13 February 2025, 10:45 AM

Moipith: মইপীঠে বাঘের হানায় জখম বনদপ্তরের কর্মী গণেশ শ্যামলের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে এখনো পর্যন্ত বিপদ মুক্ত নন তিনি।  বাম হাতের আঘাত গুরুতর।একাধিক জায়গায় মাংস পিন্ড উঠে যাওয়ায়, হাত কে আগের অবস্থায় ফিরিয়ে দিতে প্লাস্টিক সার্জারি করে,পুনর্গঠন করার ভাবনা চিকিৎসকদের।শরীরের অন্য অংশ থেকে মাংসপিন্ড নিয়ে আজই তার বাম প্লাস্টিক সার্জারি করা হবে। অন্যদিকে বন দফতরের কর্মী গণেশ শ্যামলের ডান চোখে আঘাত গুরুতর। চোখে রক্ত জমাট বেঁধে রয়েছে। চোখে দেখতে অসুবিধা হচ্ছে তার। খুব সামান্যই দেখতে পাচ্ছেন তিনি। চিকিৎসকরা অনুমান করছেন ডান চোখের নার্ভে আঘাত গুরুতর। চোখের এম আর আই সহ বেশ কিছু টেস্ট করা হয়েছে তার। সেই টেস্টের রিপোর্ট সন্তোষজনক নয় বলে হাসপাতাল সূত্রে খবর।

13 February 2025, 10:45 AM

Malbazar: মঙ্গলবার দুপুরে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের  খড়িয়ার বন্দর জঙ্গলে নিখোঁজ তরুণের পচা গলা দেহ উদ্ধারের  ঘটনার তদন্ত শুরু করলো মেটেলি থানার পুলিস। আজ মেটেলি থানার পুলিসের একটি বিশেষ দল দেহ উদ্ধারের  জায়গায় গিয়ে তল্লাশি চালায়। মঙ্গলবার  দুপুরে হাড়িয়া মোড় সংলগ্ন খরিয়ার বন্দর জঙ্গলে ১৬ বছরের ম্যানুয়েল খেরিয়ার পচা গলা দেহ উদ্ধার করা হয়। ওই যুবক ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল। ৭ ফেব্রুয়ারি তার বান্ধবীর সাথে ঘুরতে গিয়েই নিখোঁজ হয় ওই যুবক বলে মৃত তরুনের পরিবারের দাবি। ওই তরুণকে খুন করা হয়েছে বলেও দাবি করে তার পরিবার।  মৃত তরুনের দাদা  মিনু খেরিয়া বলেন, ভাই এর বান্ধবীকে পুলিস জিজ্ঞাসাবাদ করলেই সব আসল বেরিয়ে আসবে। আমরা চাইছি মেয়েটিকে পুলিস জিজ্ঞাসাবাদ করুক। ইতিমধ্যে তরুণের দেহ জলপাইগুড়িতে ময়নাতদন্ত হয়েছে। তরুণের বান্ধবীর বাবা ও দাদাকে মেটেলি থানার পুলিস জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় নিয়ে যায় বলে জানা গেছে। মেটেলি থানা সূত্রে জানা যায়, মৃত তরুনের পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং তরুণের বান্ধবীর বাবা ও দাদাকে মেটেলি থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চলছে তদন্ত।

13 February 2025, 09:15 AM

Siliguri: সরকারি জমিতে গড়ে উঠলো বেআইনি বিল্ডিং, নীল সাদা রং করে চাঁদমনি প্রাইমারি স্কুলের নাম লিখে দেওয়া হল। সংবাদ মাধ্যমের থেকে বিষয়টি জানতে পেরে তৎপর- প্রশাসন  হল ফিল্ড ভিজিট

13 February 2025, 09:00 AM

Canning: ক্যানিং বিধানসভার বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের দাদাগিরি নিউ টাউনে। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় ডেলিভারি বয়কে ধরে হকি স্টিক দিয়ে মারধর। সন্ধ্যাবেলা ডেলিভারি করে ফেরার সময় নিউ টাউন বালিগরি ভাঙ্গার মোড়ের কাছে বেপরোয়া ভাবে একটি চারচাকা গাড়ি এসে ডেলিভারি বয় এর বাইকের সামনে দাঁড়িয়ে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডেলিভারি বয় বাইক আরোহি। কোনরকমে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচে। চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে আসছিল তার প্রতিবাদ করতে গেলেই ডেলিভারি বয় ছেলেটির উপর চড়াও হয়। চারচাকা গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে সহ তার অনুগামীরা। ডেলিভারি বয়কে মারধর করা হয় বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে হকি স্টিক নিয়ে চরাও হওয়ার ভিডিও।

13 February 2025, 09:00 AM

New Town Murder: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তায় জোর। নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। নিউটাউন থানার পক্ষ থেকে আপাতত এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে। এনকেডিএ তরফ থেকেও বসানো হবে ক্যামেরা এমনটাই পুলিস সূত্রে খবর।

 

13 February 2025, 09:00 AM

Canning: জীবন্ত সাপ নিয়ে হন্তদন্ত হয়ে হাসপাতালে ঢুকল এক যুবক। ঘটনাটি ঘটেছে ক্যানিং মহকুমা হাসপাতালে। এমন ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জীবন্ত সাপ দেখতে হাজীর হয় রোগী ও রোগীর পরিবার পরিজনেরা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ক্যানিং মহকুমা হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত ছিলেন ডাঃ সমরেন্দ্র নাথ রায়।জরুরী বিভাগে রোগী দেখছিলেন।সেই সময় উত্তর ২৪ পরগনা জেলার সন্দেখালি থানার সরবেড়িয়ার ৯ নম্বর এলাকার যুবক পালান সরদার হাতে জীবন্ত কেউটে সাপ নিয়ে হন্তদন্ত হয়ে হাজীর হয় ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরী বিভাগে।চিকিৎসকের কাছে অনুরোধ করে জানায়,স্যার আমাকে বাঁচান। বিছানা করে মশারি টাঙিয়ে ঘুমাতে যাচ্ছিলাম,সেই সময় আমার বাম পায়ে কেউটে সাপ কামড় দেয়। সাপ ধরে নিয়ে এসেছি।

13 February 2025, 09:00 AM

Purulia: মাসের পর মাস ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে অন্য একাউন্টে। বিষয়টি নিয়ে বার বার বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও মেলেনি সুরাহা । ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দ্বারস্থ হলেন প্রকৃত উপভোক্ত মহিলা ও তাঁর স্বামী ।

13 February 2025, 09:00 AM

Kalyani Blast: নদিয়ার কল্যাণী থানার রথতলার বাসিন্দা, বাজি বিস্ফোরণ কান্ডে আহত মহিলার বুধবার রাতে মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ জন। মৃত ব্যক্তি হলেন উজ্জ্বলা ভূঁইয়া