Bauria Mill: গ্যাস-অম্বল সারাতে মলদ্বার দিয়ে পাইপে করে হাওয়া! শরীর ফুলে মৃত্যু মিল শ্রমিকের...

অসুখ সারানোর জন্য দাওয়াই হিসেবে ওই মিলের অন্য এক শ্রমিক নাকি তাঁর পশ্চাদদ্বার দিয়ে মিলের যন্ত্রাংশে হাওয়া দেওয়ার পাইপে করে হওয়া দিয়ে দেয়।

Updated By: Feb 17, 2025, 05:53 PM IST
Bauria Mill: গ্যাস-অম্বল সারাতে মলদ্বার দিয়ে পাইপে করে হাওয়া! শরীর ফুলে মৃত্যু মিল শ্রমিকের...

দেবব্রত ঘোষ: মিলের দুই শ্রমিকের মধ্যে মজা করতে গিয়ে প্রাণ গেল অন্য এক শ্রমিকের। জানা গেছে ঘটনাটি ঘটেছে গত রবিবার ১৬ ই ফেব্রুয়ারি বাউড়িয়া জুট মিলে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে ওইদিন ওই মিলের পাট ঘরের শ্রমিক সবেদ মল্লিক বেলা ১১ টা নাগাদ যখন নিজের ডিউটি শেষে বাড়ি ফিরছিল।তার গ্যাস অম্বলের অসুখ ছিল।ওই অসুখ সারানোর জন্য দাওয়াই হিসেবে ওই মিলের অন্য এক শ্রমিক নাকি তার পশ্চাদদ্বার দিয়ে মিলের যন্ত্রাংশে হাওয়া দেওয়ার পাইপে করে হওয়া দিয়ে দেয়। ঘটনার পর তার গোটা শরীর ফুলে যায় বলে অভিযোগ পরিবারের।

এদিকে ঘটনার পরই মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে তড়িঘড়ি গুরুতর অসুস্থ অবস্থায় সবেদ মল্লিকের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া ই এস আই হাসপাতালে। যদিও পরে ওই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার মানিকতলা ই এস আই হাসপাতালে। আর সেখানেই রাতে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা গেছে মৃত সবের মল্লিকের বাড়ি গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানার চকমধূ জলার ধারে বলে জানা গেছে। মৃতের বয়স আনুমানিক ৫৩ বছর। এঘটনার পরেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। গোটা ঘটনার বিষয় জানানো হয়েছে বাউড়িয়া থানায়।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিবারের লোকেরা।

আরও পড়ুন,  Delhi Stampede: ঘুমন্ত একরত্তি সন্তান কোলেই নিউ দিল্লি স্টেশনের ভিড় সামলাচ্ছেন 'অফিসার' মা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.