Spiked Drink: কোল্ড ড্রিঙ্কে মেশানো মাদক, খেয়ে বেহুঁশ যুবতীকে বিবস্ত্র করে...

North 24 Pargana: গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায় ঠান্ডা পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত।

Updated By: Feb 18, 2025, 09:42 PM IST
Spiked Drink: কোল্ড ড্রিঙ্কে মেশানো মাদক, খেয়ে বেহুঁশ যুবতীকে বিবস্ত্র করে...
প্রতীকী ছবি

মনোজ মণ্ডল: ঠান্ডা পানীয়তে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ। ঘটনার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইল করে লাগাতার ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী ব্যবসায়ীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃতর নাম রাজু বিশ্বাস। নির্যাতিত মহিলা এবং অভিযুক্তের একই বাজারে পাশাপাশি দুটি দোকান রয়েছে। দুজনের মধ্যে দীর্ঘদিনের পরিচয়।
 
গত দুর্গা পুজোর সময় মার্কেটে দোতলা ফাঁকা ঘরে অভিযুক্ত নিয়ে যায় মহিলাকে। অভিযোগ, সেখানেই তাঁকে ঠান্ডা পানীয় সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে ধর্ষণ করে। সেই ভিডিয়ো তুলে রেখে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করতে থাকে। সম্প্রতি ওই মহিলা অত্যাচার সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে ওঠেন। রবিবার গাইঘাটা থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস তাকে গ্রেফতার করে। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠালে বিচারক তার চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন:Private Tutor Scandal: দিনের পর দিন পড়ানোর নামে শরীর জুড়ে অসভ্যতা! 'বর্বর' গৃহশিক্ষকের বিকৃতকাম...

উল্লেখ্য, অন্যদিকে এলাকার কচিকাঁচাদের নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছে এক গৃহশিক্ষক। দীর্ঘদিন ধরে এই পেশায় থাকার ফলে বাচ্চাদের অভিভাবকরা তাকে বিশ্বাস করে আসত। শিক্ষকের স্থান বাবা-মায়ের পরই, একথা সবারই জানা। কিন্তু কে জানত, এই শিক্ষক অভিভাবকের রূপে এক 'বর্বর'। পড়ানোর নামে দিনের পর যৌনহেনস্থা করে আসছিল এই গৃহশিক্ষক। এমনই অভিযোগ উঠে আসলে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার এই নক্কারজনক কীর্তি সামনে আনে এক ৯ বছরের এক নাবালিকা। জানা গিয়েছে, বর্বর শিক্ষকের লালসার শিকার হন ওই নয় বছরের নাবালিকা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.