Rohit Sharma| IND vs ENG: রবি সন্ধ্যায় ওড়িশায় ধেয়ে এল রোহিত সুনামি... সিরিজ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল ইংল্যান্ড

Rohit Sharma| IND vs ENG:  তিনম্যাচের সিরিজে ২ ম্যাচেই জিতে টিম ইন্ডিয়া।

Updated By: Feb 9, 2025, 10:34 PM IST
Rohit Sharma| IND vs ENG: রবি সন্ধ্যায় ওড়িশায় ধেয়ে এল রোহিত সুনামি... সিরিজ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল ইংল্যান্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো:  কটকে রোহিত-শো। ইংল্যান্ডে বিরুদ্ধ দ্বিতীয় ওয়ান ডে-কে সেঞ্চুরি হাঁকালেন হিটম্যান।  টি-টোয়েন্টির মতোই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও পকেটে পুরে ফেলল ভারত। উড়ে গেল ইংল্য়ান্ড।

আরও পড়ুন:  Kevin Pietersen-Virat Kohli: মাঠের ভিডিয়ো ভাইরাল, এবার ইনস্টা ছবিতে ঝড়! পিটারসেন কি চাইলেন কোহলির জন্য?

ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচে ওয়ান সিরিজ এখন ২-০। পরপর দুটি একদিন ম্যাচেই জিতল ইংল্যান্ড। এদিন টিসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বস্তুত, ইনিংসে শুরুতে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন ফিল সল্ট ও বেন ডাকেট। ওপেনিং জুটিতেই উঠে যায়  ৮১ রান। এরপর সল্টকে আউট করেন বরুণ চক্রবর্তী। এদিনই ভারতের হয়ে একদিন ম্য়াচে অভিষেক হল তাঁর।

এদিকে রবীন্দ্র জাদেজার বলে প্যাভিলিয়নে ফেরেন আর এক ওপেনার বেন ডাকেট। এরপর রানের গতি কিছুটা কমে যায় ইংল্য়ান্ডের। জো রুট করেন ৬৯ রান। শেষবেলায় জ্বলে ওঠেন লিয়াম লিভিংস্টোন। ৩২ বলে ৪১ রান করে শেষ ওভারে রান আউট হয়ে ফেরেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামে ৩০৪ রানে।

এদিকে  ৩০৪ রান তাড়া করতে ভারতকে কার্যত একাই জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন রোহিত। দীর্ঘদিন ধরে অফ ফর্ম চলছিল। এদিন মাত্র ৩০ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। যখন আউট হন রোহিত, তখন তাঁর নামে পাশে ৯০ বলে ১১৯ রান। ৩২তম ওয়ানডে সেঞ্চুরি। রোহিত আউট হওয়ার পর ধীরে-সুস্থে লক্ষ্যের দিকে এগিয়ে যান অক্ষর প্যাটেলরা। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৪৪ রান করে রান আউট হন শ্রেয়স আইয়ার। ৪৪ রান করে রান আউট হন শ্রেয়স আইয়ার। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন অক্ষর।

আরও পড়ুন:  EXPLAINED | Cristiano Ronaldo: ৭৪০৪৬০০০০০ টাকার মালিক, ঘুমোন বার্ধক্য প্রতিরোধী বিছানায়! রইল CR7-এর মহার্ঘ ১০

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.