Delhi Earthquake | Earthquake prone cities in India: কেন রাজধানীতে বার বার ভূমিকম্প? দিল্লির মতোই 'বিপদে' দেশের আর কোন কোন শহর...

Earthquake prone cities in India: ভূ-টেকটোনিক প্লেটগুলি যখন একটি আরেকটির থেকে দূরে চলে যায় বা একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে, তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়।

Feb 17, 2025, 13:08 PM IST
1/6

ভারতের ভূমিকম্পপ্রবণ শহর...

Delhi Earthquake | Earthquake prone cities in India

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত সকালে পর পর ৩ জায়গায় ভূমিকম্প। একদিকে দিল্লি, অন্যদিকে লাচুং। আর তারপর বিহারের সিওয়ান জেলায়। এদিন সকালে প্রথমে কেঁপে ওঠে দিল্লির মাটি। ভোর সাড়ে ৫টা নাগাদ বড়সড় কম্পন অনুভূত হয় দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। কম্পন টের পাওয়া যায় দিল্লি সংলগ্ন এলাকাগুলিতে।     

2/6

ভারতের ভূমিকম্পপ্রবণ শহর...

Delhi Earthquake | Earthquake prone cities in India

কম্পনের উৎসস্থল ছিল দিল্লির কাছেই। দিল্লি থেকে ১৫ কিলোমিটার দূরে হরিয়ানা-উত্তরপ্রদেশে রিজিওনে। ভূপৃষ্ঠ থেকে ৫ কিমি গভীরে ছিল উপকেন্দ্র। এরপর অন্যটি ভারত নেপাল সীমান্তে। লাচুং এর কাছে। ভারতের পিথলগড় থেকে ৩০ কিলোমিটার দূরে। কম্পন মাত্রা ছিল ৩.৯। তারপর বিহারের সিওয়ান জেলা সহ ১৫০ বর্গমিটার এলাকায় সকাল ৮টা বেজে ২ মিনিটে ভূকম্পন অনভূত হয়। রিখটার মাত্রা ৪.০। একের পর এক জায়গা এভাবে কেঁপে ওঠায় আতঙ্ক ছড়ায়।   

3/6

ভারতের ভূমিকম্পপ্রবণ শহর...

Delhi Earthquake | Earthquake prone cities in India

ভূ-বিজ্ঞানীরা বলছেন, ভারতের মূল ভূখণ্ড মূলত ৪টি সিসমিক জোনে বিভক্ত। জোন ২, ৩, ৪ এবং ৫। এরমধ্যে জোন ৫ হচ্ছে সবচেয়ে ভূমিকম্পপ্রবণ এলাকা। আর জোন ২ হচ্ছে সবচেয়ে কম। এখন জোন ৫-এর মধ্যে পড়ে ভুজ, গুয়াহাটি, ইম্ফল, পোর্ট ব্লেয়ার, শ্রীনগর সহ অন্যান্য শহর।   

4/6

ভারতের ভূমিকম্পপ্রবণ শহর...

Delhi Earthquake | Earthquake prone cities in India

আর জোন ৪-এর মধ্যে পড়ে দিল্লি, কলকাতা, চণ্ডীগড়, পাটনা সহ অন্যান্য শহর। ভৌগোলিক অবস্থানের কারণেই ভারতের রাজধানী দিল্লি ভূমিকম্প প্রবণ। মাঝে মাঝেই কেঁপে ওঠে রাজধানীর মাটি। হিমালয় সহ উত্তর ভারত, ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ভারতীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণেই মূলত ভূমিকম্প প্রবণ।   

5/6

ভারতের ভূমিকম্পপ্রবণ শহর...

Delhi Earthquake | Earthquake prone cities in India

এই ভূ-টেকটোনিক প্লেটগুলি একটি থকথকে তরল পদার্থের উপর ভাসমান। এখন একটি প্লেট যখন আরেকটি থেকে দূরে চলে যায়, একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে, তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়। এরআগে ২০২০ সালে পর পর ৩টি ভূমিকম্প রাজধানীতে আঘাত হানে। তারপর এক ডজন আফটারশকও হয়।  

6/6

ভারতের ভূমিকম্পপ্রবণ শহর...

Delhi Earthquake | Earthquake prone cities in India

মূলত ৫ থেকে ৬ মাত্রার মধ্যে ভূমিকম্প-ই দিল্লিতে হয়। ১৭২০ সাল থেকে দেখলে দেখা যাবে, রিখটার স্কেলে ৫.৫ -এর বেশি মাত্রার কমপক্ষে ৫টি ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি।