Donald Trump: ভোট করাতে এত টাকা কেন দেব! 'বন্ধু' ভারতের অর্থসাহায্য বন্ধ করল ট্রাম্প...

Donald Trump: ভারতের জন্য আমার প্রচুর শ্রদ্ধা আছে। ভারতের প্রধানমন্ত্রীর প্রতিও আমার শ্রদ্ধা আছে। কিন্তু...

Feb 19, 2025, 13:08 PM IST
1/6

ভারতকে অনুদান অযৌক্তিক!

Donald Trump cancels 21-million-dollar grant to India

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুধু ভোট করাতে ২১ মিলিয়ন ডলার? কেন ভারতকে এত টাকা দেব আমরা? প্রশ্ন তুলে 'বন্ধু' ভারতের নির্বাচনের জন্য অর্থসাহায্য বন্ধের পক্ষে সায় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   

2/6

ভারতকে অনুদান অযৌক্তিক!

Donald Trump cancels 21-million-dollar grant to India

ভারতের ভোটের জন্য মার্কিন কোষাগার থেকে ২১ মিলিয়ন ডলার অনুদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে DOGE বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প প্রশ্ন তুললেন, এই বিপুল অনুদান দেওয়ার যৌক্তিকতা কোথায়?  

3/6

ভারতকে অনুদান অযৌক্তিক!

Donald Trump cancels 21-million-dollar grant to India

ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ও চড়া শুল্কের কথা উল্লেখ করে র্ট্রাম্প বলেন, মার্কিন করদাতাদের টাকা ভারতের ভোট করানোর জন্য বরাদ্দ হওয়া উচিত নয়। কারণ, ভারতের প্রচুর টাকা আছে। আর বিশ্বের অন্যতম চড়া শুল্কের দেশ ভারত।   

4/6

ভারতকে অনুদান অযৌক্তিক!

Donald Trump cancels 21-million-dollar grant to India

এরপর ট্রাম্প আরও বলেন, ভারতের জন্য আমার প্রচুর শ্রদ্ধা আছে। ভারতের প্রধানমন্ত্রীর প্রতিও আমার শ্রদ্ধা আছে। ২ দিন আগেই তিনি এদেশে সফর করে গিয়েছেন। কিন্তু তারপরেও ভারতে ভোট করাতে ২১ মিলিয়ন ডলার মার্কিন অনুদান অযৌক্তিক বলেই মনে হয়! তাই আর নয়।  

5/6

ভারতকে অনুদান অযৌক্তিক!

Donald Trump cancels 21-million-dollar grant to India

প্রসঙ্গত, এবার মোদীর মার্কিন সফরের মুখে ট্রাম্পের 'অবৈধ' অভিবাসী ফেরতের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। দু দফায় ১০৪ ও ১১৯ জন 'অবৈধ' ভারতীয় অভিবাসীকে মার্কিন সামরিক বিমানে করে দেশেও ফেরত পাঠায় ট্রাম্প প্রশাসন।   

6/6

ভারতকে অনুদান অযৌক্তিক!

Donald Trump cancels 21-million-dollar grant to India

যদিও আমেরিকার মাটিতে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মোদীও জানিয়েছেন, অবৈধভাবে মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত নিতে সরকার প্রস্তুত। কারণ তাঁরা মানবপাচারেও যুক্ত থাকতে পারেন বলে দাবি মোদীর!