Champions Trophy 2025 Prediction: এই টিমই জিতবে খেতাব! 'হিটম্যান' করবেন সর্বাধিক রান, চলে এল অব্যর্থ ভবিষ্যদ্বাণী...

Champions Trophy 2025 Prediction: এই টিমই জিতবে চ্যাম্পিয়ন্স ট্রফি! চলে এল বিরাট ভবিষ্যদ্বাণী...

Feb 17, 2025, 20:23 PM IST
1/7

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

Champions Trophy 2025

১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আটারির ওপারে আইসিসি-র টুর্নামেন্ট শেষবার হয়েছিল ১৯৯৬ সালে। বিশ্বকাপ আয়োজনের ২৮ বছর পর ফের এত বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে পিসিবি।    

2/7

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭

Champions Trophy 2017

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এটুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাবে না, সেহেতু আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে সবুজ সংকেত দিয়েছে। হাইব্রিড মডেলে হচ্ছে টুর্নামেন্ট।  

3/7

চ্যাম্পিয়ন্স ট্রফি ভবিষ্যদ্বাণী

Champions Trophy 2025 Prediction

আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। তার আগেই সলতেতে আগুন ধরিয়ে দিল পাকিস্তান। ভারতের গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনাল হবে ৪ মার্চ ও ৫ মার্চ। ফাইনাল ৯ মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই চলে বিরাট ভবিষ্যদ্বাণী।   

4/7

মাইকেল ক্লার্কের ভবিষ্যদ্বাণী

Michael Clarke On Champions Trophy 2025 Prediction

বিশ্বকাপ জয়ী মাইকেল ক্লার্ক করলেন বিরাট ভবিষ্যদ্বাণী। তিনি ক্রিকেট পডকাস্টে এসে জানিয়েছেন যে, এবার চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দল জিতবে, সর্বাধিক রান ও সর্বাধিক উইকেট নিয়ে ঝলসাবেন কারা? ক্লার্কের ভবিষ্যদ্বাণী শুনে বাইশ গজে ঝড় উঠে গিয়েছে।   

5/7

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত

 Rohit Sharma's Impressive Record In Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের অনবদ্য রেকর্ড রয়েছে। তিনি ১০ ম্যাচে ৫৩.৪৪ গড়ে ৪৮১ রান করেছেন। তার নামে একটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতক রয়েছে। টুর্নামেন্টের ইতিহাসে ভারতের হয়ে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক তিনি। ক্লার্ক বলছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রানশিকারি হিসেবে আমি রোহিতকেই দেখছি। ওকে আবার রানে ফিরতে দেখে ভালো লাগছে। আমার মনে হয় ভারতের অবশ্যই ওকে প্রয়োজন'  

6/7

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা পারফর্মার

Top Performers In Champions Trophy

ক্লার্ক চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক উইকেটশিকারি হিসেবে ব্রিটিশ পেসার জোফ্রা আর্চারকে দেখছেন। পাশাপাশি তিনি বলছেন বিধ্বংসী অজি ওপেনার ট্র্যাভিস হেড হবেন টুর্নামেন্টের সেরা সেরা পারফর্মার।   

7/7

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ক্লার্ক কাকে দেখছেন!

 Michael Clarke On Champions Trophy Winner

ক্লার্ক সেমিফাইনালে রেখেছেন ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া ও  নিউ জ়িল্যান্ডকে। ক্লার্ক বলেন, 'অস্ট্রেলিয়ার জন্য ফিঙ্গার ক্রসড, তাই আমি বলতে চাই অস্ট্রেলিয়া ফাইনালিস্টদের একজন। আর আমার মনে হয় ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে।ফাইনালে অস্ট্রেলিয়াকে ভারত হারাতে চলেছে। আমার মুখ থেকে এই কথাটা বেরিয়ে এল, আমার বিশ্বাসই হচ্ছে না।'