The Academy Museum of Motion Picture: তৈরি আমেরিকার মেগামঞ্চ, হবে ১২ ভারতীয় ছবির স্ক্রিনিং, রয়েছে কাঞ্চনজঙ্ঘা-মায়াদর্পণ

The Academy Museum of Motion Picture: 'ইমোশন ইন কালার: এ ক্যালিডোস্কোপ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে আগত দর্শকদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়, এমন একটি গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতীয় সিনেমা জগতের বেস্ট কয়েকটি সিনেমাকে তুলে ধরা হবে৷ 

Feb 22, 2025, 15:19 PM IST
1/14

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের পালের জন্য এক নতুন হাওয়া! লস অ্যাঞ্জেলেসের অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স ১২টি আইকনিক চলচ্চিত্রের একটি তালিকা সামনে নিয়ে এসেছে। সিনেমার স্ক্রিনিং ৭ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে৷       

2/14

বছরের পর বছর ধরে কিছু চর্চিত এবং বক্স অফিসে ঝড় তোলা বেশ কয়েকটি সফল চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেই তালিকার মধ্যে রয়েছে মাদার ইন্ডিয়া, মন্থন, অমর আকবর অ্যান্টনি, ইশানৌ, কুম্মাট্টি, মির্চ মাসালা, দেবদাস, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যোধা আকবর, কাঞ্চনজঙ্ঘা, মায়া দর্পণ এবং ইরুভার। জেনে নিন কখন, কোন সময়ে চলবে সেই জনপ্রিয় সিনেমাগুলি:  

3/14

আগামী ৭ মার্চ অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ  স্ক্রিনিং হবে ১৯৫৭-এর মাদার ইন্ডিয়া সিনেমাটি।

4/14

আগামী ১০ মার্চ ১৯৭৬-এর মন্থন সিনেমাটিঅ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ  স্ক্রিনিং হবে।

5/14

একইদিনে ১০ মার্চ ১৯৭৭-এর অমর আকবর অ্যান্টনি সিনেমাটি অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ  স্ক্রিনিং হবে।

6/14

আবার ১১ মার্চ ১৯৯০-এর ইশানৌ সিনেমাটি অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ  দেখানো হবে।

7/14

১৪ মার্চ ১৯৭৯-এর কুম্মাট্টি সিনেমা অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ  দেখানো হবে।  

8/14

অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ আগামী ১৮ মার্চ ১৯৭৯-এর মির্চ মাশালা সিনেমা দেখানো হবে।  

9/14

অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ আগামী ২০ মার্চ ১৯৯৫-এর মির্চ মাশালা সিনেমা দেখানো হবে।  

10/14

অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ আগামী ২২ মার্চ ২০০২-এর আইকনিক দেবদাস সিনেমা দেখানো হবে।  

11/14

অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ আগামী ৩১ মার্চ ২০০৮-এর জনপ্রিয় ও আইকনিক যোধা আকবর সিনেমা দেখানো হবে।

12/14

আগামী ৫ এপ্রিল ১৯৬২-এর কাঞ্চনজঙ্ঘা সিনেমাটি অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ  স্ক্রিনিং হবে।

13/14

আগামী ৮ এপ্রিল মায়া দর্পণ সিনেমাটি অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ  স্ক্রিনিং হবে।

14/14

অ্যাকাডেমি মিউজিয়াম অফ মোশন পিকচার্স-এ আগামী ১৯ এপ্রিল মায়া দর্পণ সিনেমাটি  স্ক্রিনিং হবে।