Rohit Sharma | Axar Patel | IND vs BAN: রোহিতকে দিতে হবে বড়সড় জরিমানা! অক্ষরের হ্যাটট্রিক ক্যাচ মিস করার 'শাস্তি'...

ICC Champions Trophy 2025: হ্যাটট্রিক ক্যাচ মিস করাই হল কাল! অক্ষরের সহজ ক্যাচ মিস করার জন্য জানেন কী খেসারত দিতে হল রোহিত শর্মাকে?  

Feb 21, 2025, 12:38 PM IST
1/6

চ্যাম্পিয়ন্স ট্রফি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরু হল ভারতের অভিযান। পড়শি রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল (IND vs BAN, ICC Champions Trophy 2025)।

2/6

পা টলমল

৯ ওভারের মধ্যেই ৩৫ রানে ৫ উইকেট চলে যায় বাংলাদেশিদের। শুরু থেকেই পা টলমল করছিল বাংলাদেশি ওপেনারদের। 

3/6

দুই ধারি তলোয়ার

তারপর আর কী। একদিকে স্পেস তো অন্যদিকে স্পিন 'দুই ধারি তলোয়ার' মতন ব্যাটিং লাইনআপ কাটতে কাটতে যায় ভারতীয় বোলিং। 

4/6

নবম ওভার

নবম ওভারে অক্ষরকে বল তুলে দিয়েছিলেন রোহিত। প্রথম শিকার হলেন তানজিদ হাসান (Tanzid Hasan)। তারপর মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। পরপর দুই উইকেটে টকবক করছিল ভারতীয় বোলিং লাইনআপ।  

5/6

নতুন ব্যাটার

নতুন ব্যাটার জাকের আলি (Jaker Ali) ব্যাট করতে নামলেন। প্রথম স্লিপে রোহিত এবং দ্বিতীয় স্লিপে আরও একজন। পুরো রেডি তৃতীয় উইকেটের জন্য। জাকেরও ক্যাচ তুলে দিলেন কিন্তু মিস করেন রোহিত। 

6/6

ক্যাচটা ধরা উচিত

ক্যাচ মিস করার পর মাঠেই অক্ষরের (Axar Patel) কাছে ক্ষমা চেয়ে নেন রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচ শেষে রোহিত বলেন, 'আমার অবশ্যয় ওই ক্যাচটা ধরা উচিত ছিল। আমি অক্ষরকে ডিনারে নিয়ে যাব।'