WB Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি, ভাসবে কলকাতা-সহ দুই ২৪ পরগনা

Feb 18, 2025, 18:01 PM IST
1/5

জোড়া ঘূর্ণাবর্ত

জোড়া ঘূর্ণাবর্ত

জোড়া ঘূর্ণাবর্তের জেরে টানা বৃষ্টিপাতের পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। জেলায় জেলায় তোলপাড় হবে বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণ, বাংলার বহু জেলা ভিজবে বৃষ্টিতে।  

2/5

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গে বৃষ্টি

দক্ষিণবঙ্গও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানা ও আসামে। নতুন করে পশ্চিমের ঝঞ্ঝা এসেছে। এছাড়াও ওয়েস্টার্লি জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।

3/5

দুই জেলায় বৃষ্টি

দুই জেলায় বৃষ্টি

এদিকে আবহাওয়া দফতরের বিকেলে পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুত্-সহ প্রবল বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। ফলে বাদ যাচ্ছে না কলকাতাও।

4/5

বুধবার

বুধবার

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

5/5

শুক্র-শনিবার

শুক্র-শনিবার

শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।  শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। রবিবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।