Kolkata Shocker: ট্যাংরাকাণ্ডে ২ ভাইয়ের 'চাঞ্চল্যকর' CCTV ফুটেজ! সিপি জানালেন, আরও কিছু তথ্য...

Kolkata Tangra Mysterious Death:  সিসিটিভি ফুটেজ ঘিরে প্রশ্ন। চামড়ার কারখানা ঘিরেও ঘনীভূত রহস্য। কমিশনার মনোজ ভার্মা জানালেন, আরও কিছু তথ্য...

Feb 19, 2025, 18:17 PM IST
1/6

ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট!

Kolkata Tangra Mysterious Death

Kolkata Tangra Mysterious Death: হাড়হিম করা ট্যাংরাকাণ্ডে ফের চাঞ্চল্যকর আপডেট! সামনে এসেছে অভিশপ্ত রাতের একটি সিসিটিভি ফুটেজ। সামনে আসা সেই সিসিটিভি ফুটেজ ঘিরে চাঞ্চল্য।   

2/6

ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট!

Kolkata Tangra Mysterious Death

রাত ২টোর সেই সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, ঘড়িতে তখন রাত ২টো ১৯! গাড়ি করে বেরচ্ছেন প্রসূন-প্রণয় ২ ভাই। সঙ্গে এক নাবালক, বড় ভাইয়ের ছেলে। আর এই ছবি সামনে আসার পর-ই প্রশ্ন উঠছে, তবে কি স্ত্রী-সন্তানদের খুন করে পালানো চেষ্টা করছিলেন ২ ভাই। তখনই দুর্ঘটনা ঘটে?

3/6

ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট!

Kolkata Tangra Mysterious Death

ওদিকে কলকাতা পুলিস কমিশনার মনোজ ভার্মা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, "কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে আরও কিছু তথ্য আমাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে এখনই আমরা সব তথ্য প্রকাশ করতে পারছি না।" একইসঙ্গে তিনি এও জানান, হাসপাতাল থেকে আহতেরা যে বয়ান দিয়েছেন, তা যাচাই করে দেখা হচ্ছে। পুনর্নির্মাণ করা হবে ট্যাংরাকাণ্ডের।   

4/6

ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট!

Kolkata Tangra Mysterious Death

তিনি জানান,  নিহত কিশোরীর ঠোঁট এবং নাকের নীচে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কিন্তু কী করে ওই আঘাত লাগল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ততের রিপোর্ট আসার পরই নিহতদের মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।   

5/6

ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট!

Kolkata Tangra Mysterious Death

প্রসঙ্গত, চামড়া ব্যবসা ছিল দে পরিবারের। সেই চামড়ার কারখানা ঘিরেও ঘনীভূত রহস্য! ২৪ বছরেরও পুরনো কারখানা। দে পরিবারের ব্যবসায়িক অংশীদার জানিয়েছেন, ২৩ লাখ টাকার চেক বাউন্স করেছিল!  

6/6

ট্যাংরাকাণ্ডে চাঞ্চল্যকর আপডেট!

Kolkata Tangra Mysterious Death

মনোজ কুমার গুপ্তা নামে ওই ব্যক্তি জানান, গতকালই সন্ধেয় তিনি জানতে পারেন যে চেকটি বাউন্স করেছে। তারপর থেকে তিনি ফোন করতে থাকেন। অনেকবার ফোন করেও না পেয়ে, বাড়িতে আসেন। কিন্তু কেউ ফোনও ধরেননি, দরজাও খোলেননি।