Tangra Murder Case: এক ছুরিতেই ৩ খুন! খুনি কি এক ভাই-ই? ট্যাংরাকাণ্ডে রহস্য চড়ছে...

Kolkata Tangra Murder Case Update: আগের দিন পাওনাদারদের ফোন! ব্যবসায়িক পার্টনারের ২৩ লাখ টাকার চেক বাউন্স! ট্যাংরাকাণ্ডের পরতে পরতে রহস্য...

Feb 21, 2025, 13:09 PM IST
1/5

ট্যাংরার তদন্তে নাজেহাল পুলিস!

Tangra Murder Case Update

Kolkata Tangra Murder Case: ট্যাংরাকাণ্ডে রহস্য এখনও বহাল। রহস্য সমাধানের বদলে যেন উলটো বেড়েই চলেছে। দুই জা এবং বাড়ির কিশোরী মেয়েকে খুন করা হয়েছে এটা ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার। 

2/5

ট্যাংরার তদন্তে নাজেহাল পুলিস!

Tangra Murder Case Update

এখন তদন্তকারীদের কাছে সব থেকে বড় প্রশ্ন হল, খুন করল কে? দুই ভাইয়ের মধ্যে কে খুনি? কারণ অকুস্থলে ছুরি মিলেছে একটাই! এই ছুরি ব্যবহার করেছে কে? প্রণয় দে নাকি প্রসূন দে? 

3/5

ট্যাংরার তদন্তে নাজেহাল পুলিস!

Tangra Murder Case Update

দুই জা সুদেষ্ণা এবং রোমির গলায় ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ওদিকে ১৪ বছরের কিশোরী মেয়েৃর নাকে, ঠোঁটে, ডান হাতে আঁচড়ানো এবং ঘসটানোর দাগ মিলেছে। হাতের শিরাও কাটা। কানের পিছনে রক্ত জমাট বেঁধে আছে। 

4/5

ট্যাংরার তদন্তে নাজেহাল পুলিস!

Tangra Murder Case Update

ময়নাতদন্তে নিহত কিশোরীর পেটে বিষ জাতীয় উপাদানও পাওয়া গিয়েছে। তার মৃত্যুর কারণ বিষক্রিয়া বলে উল্লেখ রিপোর্টে। ফলে প্রশ্ন দানা বাঁধছে, দুই ভাইয়ের মধ্যে এতগুলো কাজ পর পর করল কে?

5/5

ট্যাংরার তদন্তে নাজেহাল পুলিস!

Tangra Murder Case Update

দুই ভাই মিলিতভাবে খুন করে ৩ জনকে? নাকি দুজনের মধ্যে কোনও একজন একা-ই খুন করে ৩ জনকে? ঘটনাস্থল থেকে সংগৃহীত ফরেনসিক নমুনা পরীক্ষা করে বিবিধ প্রশ্নের উত্তরের হদিশ পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা।