Tangra Murder Case: হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে বড় ভাই প্রণয় ও নাবালক ছেলে! ছোটভাই প্রসূনের অবস্থা...

Tangra Murder Case Update | Health Update: বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা আজ স্থিতিশীল রয়েছে প্রণয় দে এবং তার ছেলের। শনিবারই হাসপাতাল থেকে ছাড়া হবে তাদের। তবে প্রসূন দে-কে এখনো হাসপাতালে ভর্তি থাকতে হবে।

Feb 22, 2025, 13:16 PM IST
1/6

ট্যাংরা মার্ডার কেস

Tangra Murder Case

অয়ন ঘোষাল: শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বড় ভাই প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে। পুলিস সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে আপাতত আরও কিছুদিন শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। ছোট ভাই প্রসূন এখনও বাইপাসের বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন।

2/6

প্রণয় কেমন আছে?

Tangra Murder Case

প্রণয়ের হিপ জয়েন্টে ফ্র্যাকচার ছিল। সঙ্গে শরীরের ডান দিকের বেশ কিছু জায়গায় ছোট আকারের মাল্টিপল ফ্র্যাকচার ছিল। হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর আপাতত স্থিতিশীল প্রণয়। তাকে রিলিজ করতে চলেছে হাসপাতাল। 

3/6

প্রণয়ের পুত্র কেমন আছে?

Tangra Murder Case

প্রণয়ের নাবালক ছেলের কাঁধে ফ্র্যাকচার ছিল। আলনার কাছে। ডান কব্জিতে ধারালো অস্ত্রের আঘাত আছে। তার রিকনস্ট্রাক্টিভ সার্জারি হয়েছে। নাবালক এখন স্থিতিশীল। তাকেও রিলিজ করতে কোনও অসুবিধা নেই।  

4/6

প্রসূণ কেমন আছে?

Tangra Murder Case

প্রসূনের মাল্টিপল বাইল্যাটেরাল রিব ফ্র্যাকচার (দুই দিকের পাঁজরে গুরুতর আঘাত) কাঁধের হাড় বা আলনা ডিসলোকেশন। এখনও স্থিতিশীল নয়। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া। এই মুহূর্তে রিলিজ করার মতো বা শিফট করার মতো অবস্থায় নেই।

5/6

এবার কি পুলিশ হেফাজতে ট্যাংরার দে ব্রাদার্স?

Tangra Murder Case

এখন প্রশ্ন, এদের ভবিষ্যৎ কী হবে? ৩ মহিলার খুনি কে? জানতে আজ প্রণয় এবং তার নাবালক পুত্রকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস। এরপর প্রসূণ সুস্থ হলে তাকেও টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। 

6/6

ট্যাংরা মার্ডার কেস

Tangra Murder Case

প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি বিষাক্ত পায়েস খেয়ে পরিবারের ৬ জনের আত্মহত্যার সিদ্ধান্ত নেয় দুই ভাই। রেডিমেড বিষের বদলে একাধিক বিভিন্ন ওষুধ বিভিন্ন মাত্রায় পায়েসে মেশানোর সিদ্ধান্ত। যেগুলির মিশ্রণে শরীরে বিষক্রিয়া হয়ে থাকে।