F-35 | India's Fighter Jet: ভয়ংকর F-35 দেবে আমেরিকা! শত্রু নিধনে ভারতের হাতে আর কী কী ব্রহ্মাস্ত্র?

Indian fighter jets: ভারতের যুদ্ধবিমান কেড়ে নেবে শত্রু দেশের রাতের ঘুম! শত্রুর ঘুম উড়বে এক নিমেষেই...

Feb 15, 2025, 21:17 PM IST
1/6

Modi Trump Meeting Defence Treaty

মোদী-ট্রাম্প সামরিক চুক্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোদীর সাম্প্রতিক মার্কিন সফরে ভারতকে F-35 যুদ্ধবিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2/6

মার্কিন যুদ্ধবিমান F-35

Fighter Jet F-35

এই F-35 হচ্ছে অত্যাধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ মাল্টিরোল ফাইটার জেট। লকহেড মার্টিনের তৈরি এই ক্যাটেগরির যুদ্ধবিমান ও এর নানা প্রকারভেদ এখনও পর্যন্ত শুধুমাত্র আমেরিকা ও আমেরিকার সহযোগী ন্যাটোর সদস্য দেশগুলি ব্যবহার করেছে।

3/6

যুদ্ধবিমান F-35

Fighter Jet F-35

এখন ভারতের হাতে যদি শেষপর্যন্ত F-35 কেনে, তাহলে ভারতই হবে প্রথম নন-ন্যাটো,নন-প্যাসিফিক দেশ যারা এই অত্যাধুনিক যুদ্ধবিমান হাতে পাবে। 

4/6

রাফাল

Rafale

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের হাতে এসেছে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফাল। ফ্রান্স থেকে এসেছে এই রাফাল। রাফাল কেনার জন্য ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়েছে।

5/6

সুখোই-30

Sukhoi 30

এর পাশাপাশি ভারতের হাতে রয়েছে রাশিয়ার তৈরি সুখোই-30। এখন শেষপর্যন্ত যদি ভারতের হাতে F-35 আসে, তাহলে ভারতীয় বায়ুসেনার ভাঁড়ারে আমেরিকা, ফ্রান্স ও রাশিয়া- ৩ দেশেরই অত্যাধুনিক যুদ্ধবিমান থাকবে। 

6/6

তেজস

Tejas

এরসঙ্গেই ভারত নিজে তৈরি করছে তেজস যুদ্ধবিমান। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড তৈরি করছে একক ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের এই তেজস যুদ্ধবিমান।