Gold Rate Today: হিরের দামে সোনা, সোনার দামে রুপো! বাজেটেও মিলল না স্বস্তি...

Gold Price: ১ ফেব্রুয়ারি মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। টানা ৮ বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করলেন। বাজেট পেশের আগেই বড় বদল এল সোনার দামে।  

Feb 01, 2025, 14:19 PM IST
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  মঙ্গলবার রেকর্ড উচ্চতায় পৌঁছল সোনার দাম। গত কয়েকদিন ধরেই ওঠানামা করছে সোনার দাম।  একলাফে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

2/5

২৪ ক্যারাট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮২ হাজার ৪৫০ টাকা। ২২ ক্যারাট প্রতি ১০ গ্রাম সোনার দাম ৭৮ হাজার ৭৫০ টাকা।

3/5

গত সাত দিনে ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ০.৯%। আর গত ১০ দিনে এর দাম ২.৩% বেড়েছে। অর্থাৎ শেষ ৩ দিনে দাম বেড়েছে বেশি।  

4/5

আজকের বাজেটে আমদানি শুল্কের দামে ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী জানিয়েছেন, সোনা ও রুপো ৬ শতাংশ এবং প্ল্যাটিনাম ৬.৪ শতাংশ দাম কমতে পারে। কিন্তু দেশের বাজারে সোনা ও রুপোর দাম নির্ভর করছে আন্তর্জাতিক বাজারদরের উপর। আন্তর্জাতিক স্তরে দাম কমলে তবে দেশের বাজারে সোনা ও রুপোর দাম কমলেও কমতে পারে। 

5/5

অর্থমন্ত্রী ফেরোনিকেল এবং ব্লিস্টার কপারের উপর থেকে বেসিক কাস্টমস শুল্ক (বিসিডি) অপসারণের প্রস্তাবও দিয়েছেন।