Sourav Ganguly Accident: পথদুর্ঘটনার কবলে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। লরি এসে চেপে সৌরভের কনভয়।
Feb 21, 2025, 09:25 AM IST
1/6
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পথদুর্ঘটনার কবলে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুরে বৃহস্পতিবার ঘটে এই দুর্ঘটনা। ফলে অল্প ক্ষতিগ্রস্ত হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়িটি।
2/6
জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন সৌরভ। রাজ্যের বিভিন্ন এলাকার মতো দাঁতনপুরেও সেই সময় বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে স্বাভাবিক গতিতেই যাচ্ছিল সৌরভের রেঞ্জ রোভার।
photos
TRENDING NOW
3/6
আচমকাই একটি লরি এসে প্রাক্তন অধিনায়কের কনভয় চেপে দেওয়ার চেষ্টা করে। আর সেই কারণেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কনভয়ের গাড়ি।
4/6
তবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে জোরে ব্রেক কষেন সৌরভের গাড়ির চালক। যার ফলে তাঁর পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি একে একে ধাক্কা খেতে থাকে।
5/6
সৌরভের পিছনে থাকা গাড়িটিও তাঁর রেঞ্জ রোভারে ধাক্কা মারে। তবে গাড়ির গতি বেশি থাকায় কেউ আহত হননি। যদিও কনভয়ে থাকা দুটি গাড়ির খানিকটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
6/6
এমন দুর্ঘটনার পর এক্সপ্রেস ওয়ের ধারে প্রায় ১০ মিনিট অপেক্ষা করতে হয় সৌরভকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বর্ধমানের উদ্দেশে রওনা দেয় তাঁর কনভয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হাজিরও হন তিনি। বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও যোগ দেন।