EPFO: এবার এক ক্লিকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলবেন! GPay-PhonePay থাকলেই...

EPFO Latest Update: প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলা যাবে আরও সহজে। আগামী তিন মাসেই আসছে বড় আপডেট।   

Feb 21, 2025, 18:29 PM IST
1/6

আরও সহজে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: EPFO-এর মেম্বাররা এবার আরও সহজেই টাকা তুলতেন পারবেন। যেতে হবে কোনও ব্যাঙ্কে বা এটিএমে। 

2/6

UPI

UPI বা অনলাইন টাকা লেনদেনের অ্যাপ থাকলেই সহজেই আপনি নিজের প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

3/6

EPFO

EPFO (Employees’ Provident Fund Organisation) ইতিমধ্যেই National Payment Corporation of India (NPCI)-র সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। 

4/6

নতুন ফিচার

আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই আসবে এই নতুন ফিচার। 

5/6

উপভোক্তা

একবার এই ফিচার শুরু হলে। উপভোক্তা সহজেই নিজের ডিজিটাল ওয়ালেট থেকে টাকা মূল জায়গায় পাঠাতে পারবেন। 

6/6

আরবিআই

কমার্শিয়াল ব্যাঙ্ক সহ আরবিআই ইতিমধ্যেই  EPFO-এর ডিজিটাল সিস্টেম আপডেট করছে।