Bangladesh Flight's Emergency Landing: ৪০৮ আরোহী নিয়ে ভারতের মাটিতে জরুরি অবতরণ করল বাংলাদেশের 'বিমান'! হঠাৎ কী ঘটল?

Dubai bound Bangladesh Flight's Emergency Landing at Nagpur: জরুরি অবতরণ করা এই ফ্লাইটটিতে চার শতাধিক আরোহী রয়েছেন। ৪০৮ জন আরোহী। ভারতের নাগপুরে বাংলাদেশের 'বিমান' নামের এই ফ্লাইটের জরুরি অবতরণ ঘটল। কেন?

| Feb 20, 2025, 13:57 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে ছেড়ে যাওয়া এই ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে যাচ্ছিল। জরুরি অবতরণ করা এই ফ্লাইটটিতে চারশোর বেশি আরোহী রয়েছেন বলে জানা গিয়েছে। (তথ্য:  সেলিম রেজা) 

1/6

ঢাকা থেকে দুবাই

ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে 'বিমান' নামের বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি নাগপুরে নামে।

2/6

প্রযুক্তিগত সমস্যা

নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয়েছিল। পরে জরুরি অবতরণ করে সেটি।

3/6

অন্য বিমানে

তিনি আরও বলেন, যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে উঠিয়ে দেওয়া হবে। 

4/6

বিমানবন্দরের পরিচালক

নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি বলেছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়েছে।

5/6

৩৯৬ জন যাত্রী

বিমানটিতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিল।

6/6

কাছাকাছি কোথাও

বিমানের এক ক্রু মেম্বার জানান, যান্ত্রিক ত্রুটি সামনে আসতেই আমরা চাইছিলাম, কাছাকাছি কোনও বিমানবন্দরে দ্রুত কোথাও নেমে পড়তে। তারপরই তারা নাগপুরে নামেন।