Cholera Outbreak: ভয়ংকর ব্যাকটেরিয়া থেকে হাড়হিম পরিস্থিতি! তিন দিনে মৃত প্রায় ৬০, আক্রান্ত ১৩০০...

Cholera outbreak: গত তিন দিনে প্রায় ৬০ জন মারা গিয়েছে এবং ১,৩০০ জনেরও বেশি আক্রান্ত। কলেরার ভয়ংকর রূপে আক্রান্ত ঘুম উড়েছে এলাকাবাসীর।

Feb 24, 2025, 16:42 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর রূপ নিয়েছে কলেরা। গত তিন দিনে প্রায় ৬০ জন মারা গিয়েছে এবং ১,৩০০ জনেরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। 

2/6

দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দু'বছর ধরে সেনার জন্য আধাসেনা যুদ্ধ করে চলেছে। যার ফলে দক্ষিণাঞ্চলীয় শহর কোস্তিতে জল সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে জল ভয়ংকরভাবে দূষিত হয়ে যাচ্ছে।

3/6

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, গত বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে রাজধানী খার্তুম থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোস্তিতে এই রোগে ৫৮ জন মারা গেছেন এবং ১,২৯৩ জন অসুস্থ হয়ে পড়েছেন।

4/6

মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ইতোমধ্যেই মন্ত্রণালয় এই রোগের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। যার মধ্যে শুরু হয়েছে টিকাদান।  

5/6

বিশেষজ্ঞদের মতে, হোয়াইট নীল নদ শহরে সংক্রমণের সবচেয়ে সম্ভাব্য উৎস। কারণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের পর অনেক পরিবার গাধায় টানা গাড়ি নদের জলে ধুতে ব্যবহার করা হয়।  

6/6

ইতোমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নদ থেকে জল সংগ্রহ করতে নিষেধ করেছে। এবং জল সরবরাহে ক্লোরিন যুক্ত জলের পরিমাণ বাড়িয়েছে।