2024 YR4: অ্যাস্টেরয়েডের ধাক্কায় অচিরেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী! আটকে দিতে এ কী কাণ্ড করল চিন?

China Hiring For Planetary Defence Force: প্রয়োজনীয় সমস্ত যোগ্যতা ছাড়াও প্রত্যেক প্রার্থীর বাধ্যতামূলক ভাবে চিনের বর্তমান শাসকদলের প্রতি গভীর আস্থা বিশ্বাস ও আনুগত্য থাকতে হবে।

| Feb 16, 2025, 13:42 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল বিপদ। '২০২৪ ওয়াইআর৪' (2024 YR4)! সারা বিশ্বই এটা নিয়ে শঙ্কিত। সকলেই সকলের মতো করে ভাবছে। কী ভাবে এই বিপদের মুখোমুখি হওয়া যায়। চিনও ভাবছে। ভেবে তারা একটা পথও বের করে ফেলেছে। কী পথ?

1/6

রিক্রুটমেন্ট ড্রাইভ

চিন এই 2024 YR4-কে ট্যাকল করার লক্ষে নিয়োগকর্মে মন দিয়েছে। এই রিক্রুটমেন্ট ড্রাইভের লক্ষ্য হচ্ছে ২০৩২ নাগাদ যে বিপদ ধেয়ে আসছে, তা প্রতিহত করা।

2/6

'প্ল্যানেটারি ডিফেন্স ফোর্স'

এই নিয়োগলক্ষ্যে চিন আবেদপত্র পর্যন্ত ছাপিয়ে ফেলেছে! চিন 'প্ল্যানেটারি ডিফেন্স ফোর্স' (planetary defence force)-- এই বর্গে নিয়োগ করবে। এঁদের কাজ হবে, ২০৩২ সালে যে গ্রহাণু ধেয়ে আসছে, তা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, কতটা ঝুঁকি থাকতে পারে-- সেগুলির পরিমাপ করা।

3/6

ইয়াং লয়্যাল গ্র্যাজুয়েট

চিনের 'স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স' (SASTIND) এই আবেদনপত্র আহ্বান করেছে। তারা এজন্য ইয়াং লয়্যাল গ্র্যাজুয়েট চাইছে তারা।

4/6

১৬ শূন্যপদ

'উইচ্যাট' (WeChat) নামের একটি মেসেজিং অ্যাপ-এর বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বলা হয়েছে ১৬ ভেকেন্সি আছে।

5/6

যোগ্যতা

বলা হয়েছে, যাঁরা আবেদন করবেন, তাঁদের রিসেন্ট গ্র্যাজুয়েট হতে হবে। থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। বিষয়ের মধ্যে থাকতে হবে অ্যাস্ট্রোফিজিক্স, আর্থ অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি, এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যাঁরা আবেদন করবেন, তাঁদের বয়স হতে হবে ৩৫-এর নীচে। 

6/6

শাসকের প্রতি

কিন্তু এসবের পরেও আর একটি জরুরি জিনিস থাকা চাই। প্রত্যেক প্রার্থীর বাধ্যতামূলক ভাবে চিনের বর্তমান শাসকদলের প্রতি গভীর আস্থা বিশ্বাস ও আনুগত্য থাকতে হবে। চিনা কমিউনিস্ট পার্টির আদর্শের প্রতিও তাঁদের আনুগত্য থাকতে হবে। শ্রদ্ধা থাকতে হবে চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের উপরও।