Chennai to Kolkata in E-Flying Boat: পোহাতে হবে না ট্রেন-প্লেনের ঝক্কি, হাওয়ানৌকায় উড়বেন সমুদ্রে! মাত্র ৩ ঘণ্টায় প্রায় ২০০০ কিমি রাস্তা...

Chennai to Kolkata in 3 Hours in E-Flying Boat: এবার কলকাতা থেকে চেন্নাই যাওয়া যাবে মাত্র ৩ ঘণ্টায়, মাত্রই ৬০০ টাকা খরচ করে! অবাক হচ্ছেন? ভাবছেন এর মধ্যে কোনও রহস্য আছে?

| Feb 20, 2025, 15:22 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কল্পনা করতে পারেন, চেন্নাই থেকে কলকাতা মাত্র ৩ ঘণ্টায় পৌঁছে যাওয়া, তা-ও মাত্র ৬০০ টাকায়? হ্যাঁ, এসি থ্রি-টায়ার ট্রেনের টিকিটের চেয়েও সস্তা! চেন্নাই থেকে কলকাতা যাওয়া যাবে মাত্র ৩ ঘণ্টায়! আসছে উড়ন্ত নৌকা!

1/6

সমুদ্রের উপর দিয়ে

আইআইটি-মাদ্রাজ ইনকিউবেটেড স্টার্টআপ এটি। ওয়াটারফ্লাই টেকনোলজিস এমন আশ্চর্য এক পরিবহণ প্রযুক্তি আনতে চলেছে। একে ই-ফ্লাইং বোটও বলা হচ্ছে। এটি সমুদ্রের উপর দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে যাবে।

2/6

উড়ন্ত নৌকা?

কীভাবে কাজ করবে এই উড়ন্ত নৌকা? এটি একধরনের ইলেকট্রিক সিগ্লাইডার, যা অনায়াসে ফেরির বিকল্প হতে পারে। জলস্তর থেকে ৪ মিটার উচ্চতায় উড়বে এটা। প্রয়োজনে এটি ১৫০ মিটার পর্যন্ত উঠতে পারবে! এর গতিও অসম্ভব। সর্বোচ্চ গতি ৫০০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে!

3/6

১৬০০ কিমি

চেন্নাই থেকে কলকাতা মাত্র ১৬০০ কিমি। যেতে খরচ হবে মাত্র ৬০০ টাকা!

4/6

২০ জন যাত্রী

কবে নাগাদ বাজারে আসতে চলেছে এই যান? মোটামুটি এপ্রিল মাসের শেষ নাগাদ বলে মনে করা হচ্ছে। ২০২৬ নাগাদ এর সংস্কার হবে। তখন এটি ২০ জন যাত্রী পরিবহণ করতে পারবে।

5/6

২০০০ কিমি পর্যন্ত

এই মুহূর্তে এটি ব্যাটারিচালিত, ৫০০ কিমি রেঞ্জ। পরে এটির হাইড্রোজেন-ইলেকট্রিক ভার্সন আসবে, যা ২০০০ কিমি পর্যন্ত যেতে পারবে!

6/6

লো-প্রেশার অ্যাটমোস্ফিয়ার

এতে থাকবে এয়ার কুশন। যেহেতু খুব উঁচু দিয়ে এটা যাবে না, এর ফলে একে লো-প্রেশার অ্যাটমোস্ফিয়ারের বাধা পেরতে হবে না।