Parambrata-Piya Pregnancy: পরম-পিয়ার সংসারে নতুন অতিথি! বাবা-মা হতে চলেছেন...

Parambrata Chattopadhyay | Piya Chakraborty: প্রেম দিবসের ঠিক পরদিন ভালোবাসা মাখা ছবি দিয়ে টলিপাড়ার চর্চিত এই জুটি জানাচ্ছেন তাঁরা বাবা-মা হতে চলেছেন। সন্তান সম্ভবা পিয়া চক্রবর্তী। ১৫ ফেব্রুয়ারি সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানা পরম-পত্নী। তিনি বলেন, 'একটু দেরি হয়ে গেল কারণ আমার ব্যস্ত ছিলাম...'

Feb 15, 2025, 12:05 PM IST
1/7

পরমব্রত-পিয়ার সন্তান

Parambrata-piya

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরের শুরুতেই এবং ভালোবাসার মরশুমেই সুখবর দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। 

2/7

পরমব্রত-পিয়ার সন্তান

Parambrata-piya

ভ্যালেন্টাইনস ডের পরের দিন সকালে নিজেই সুখবর দিলেন পরম-জায়া। সোশ্যাল মিডিয়ায় চারটে ছবি পোস্ট করে একথা জানান তিনি। তাদের জীবনে আসতে চলেছে ছোট্ট প্রাণ। প্রেগন্যান্ট পিয়া। 

3/7

পরমব্রত-পিয়ার সন্তান

পিয়া পোস্টে লেখেন, প্রথম ছবিটি আমাদের, ২ নম্বরে বড় সন্তান নিনা, তিনের ছবিটি বাঘার। চার নম্বর ছবি দিয়ে তিনি জানান, আমাদের ভালোবাসা বাড়ছে। ছোট সন্তান আসতে চলেছে খুব তাড়াতাড়ি। 

4/7

পরমব্রত-পিয়ার সন্তান

Parambrata-piya

সংসার বড় হচ্ছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। দু'বছর আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন। দুই বছর আগে পরমব্রত ও পিয়া আইনি বিয়ে করেছিলেন। ২০২৫ সালে বাবা হচ্ছেন পরমব্রত।

5/7

পরমব্রত-পিয়ার সন্তান

Parambrata-piya

গত বছর ২৭ নভেম্বর বাড়িতে পরিবারের উপস্থিতিতেই আইনি বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। এই খবর সামনে আসার পরেই তাঁদের বিয়ে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। টানা দু-তিন দিন সোশ্যাল মিডিয়ায় মাধ্যম দখলে ছিল এই জুটির।

6/7

পরমব্রত-পিয়ার সন্তান

Parambrata-piya

এর আগে, প্রাক্তন স্বামীর একসময়ের বন্ধুকে বিয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয় পরম-পিয়াকে। এমনকি কেউ বা কারা রটিয়েছিল পিয়ার নাকি আগে থেকেই দুটো সন্তান রয়েছে। 

7/7

পরমব্রত-পিয়ার সন্তান

Parambrata-piya

এমনকী অনুপম রায়ের প্রতি সমবেদনা জানিয়ে পরমব্রতকে বউ চোর থেকে শুরু করে পিয়ার বয়স ও একাধিক বিয়ে নিয়ে ট্রোল করতে শুরু করে।