Shivraj Chouhan Slams Air India: এয়ার ইন্ডিয়ার ভাঙা সিটেই সফর কেন্দ্রীয় মন্ত্রীর! টাটা গ্রুপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বললেন...

Shivraj Chouhan Slams Air India: শনিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়াকে কটাক্ষ করে, তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে। সেখান থেকে জানা যায়, তাঁর এক সফরে ফ্লাইটে তাঁকে ভাঙা সিট দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে এবং জানায় যে, তারা বিষয়টি খতিয়ে দেখবেন অবশ্যই।   

Updated By: Feb 22, 2025, 05:24 PM IST
Shivraj Chouhan Slams Air India: এয়ার ইন্ডিয়ার ভাঙা সিটেই সফর কেন্দ্রীয় মন্ত্রীর! টাটা গ্রুপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বললেন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান শনিবার টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন যে, ভোপাল থেকে দিল্লিগামী ফ্লাইটে তাঁকে একটি ভাঙা সিট দেওয়া হয় যা আগে থেকেই বুক করা হয়েছিল।
আরও পড়ুন:  তিনটি ঘরে ছড়িয়েছিটিয়ে মৃতদেহ, আবাসনেই মিলল আবগারি কমিশনার ও তাঁর মা-বোনের পচাগলা দেহ
এক্স হ্যান্ডেলে পোস্ট এক পোস্টে মন্ত্রী লেখেন, যখন তিনি এয়ার ইন্ডিয়ার কর্মীদের জিজ্ঞাসা করেন কেন তাঁকে একটি ভাঙা সিট দেওয়া হয়েছে, তখন তাঁরা জানান যে, সিটটির অবস্থার বিষয়ে আগেই ম্যানেজমেন্টকে জানান হয়েছিল এবং তারপরেও এই টিকিট বিক্রি করা উচিত ছিল না।

বিজেপির নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌহান জানান, তিনি দিল্লিতে 'কিষাণ মেলা' উদ্বোধন করতে যাচ্ছিলেন এবং কুরুক্ষেত্রে ন্যাচারাল ফার্মিং মিশনের বৈঠক ও চণ্ডীগড়ে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করার কথা ছিল।

'আমি এয়ার ইন্ডিয়া ফ্লাইট নম্বর AI436-এ টিকিট কেটেছিলাম, আমাকে ৮C নম্বর সিট বরাদ্দ করা হয়। যখন আমি সেখানে বসি, দেখি সিটটি ভাঙা এবং বসার অযোগ্য। এটি অত্যন্ত অস্বস্তিকর ছিল,' তিনি পোস্টটি হিন্দিতে লেখেন। শুধু তাঁর সিটই নয়, ফ্লাইটে আরও অনেক সিটের অবস্থাই খারাপ ছিল বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন:  ভয়াবহ ধস! ছাদ ভেঙে সুড়ঙ্গে আটকে কমপক্ষে ৮...
'সহযাত্রীরা আমাকে অনুরোধ করেন যাতে আমি অন্য ভালো সিটে গিয়ে বসি, কিন্তু কেন আমি অন্য কারও জন্য অসুবিধা তৈরি করব? তাই আমি ঠিক করি যে, আমি ওই ভাঙা সিটেই যাব' বলেন মন্ত্রী। ভোপাল থেকে দিল্লি যেতে সাধারণত দেড় ঘণ্টার মতো সময় লাগে।

'আমার ধারণা ছিল, টাটা ম্যানেজমেন্ট এই খবরটা জানার পর হয়ত এয়ার ইন্ডিয়ার পরিষেবা উন্নত হবে, কিন্তু এটা আমার ভুল ধারণা ছিল,' চৌহান জানান। তিনি আরও বলেন, তিনি নিজের কষ্টের কথা ভাবছেন না, কিন্তু সম্পূর্ণ ভাড়া নেওয়ার পরেও যাত্রীদের ভাঙা ও অস্বস্তিকর সিটে বসতে বাধ্য করা 'অনুচিত'। 'এটি কি যাত্রীদের প্রতারণা নয়?' বলে প্রশ্ন করেন চৌহান।

তিনি আরও লেখেন, 'ভবিষ্যতে যাতে কোনও যাত্রী এমন সমস্যার সম্মুখীন না হন, তার ব্যবস্থা নেবে কি এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্ট? নাকি যাত্রীরা বারবার নিরুপায় হয়ে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাধ্য হয়ে এভাবে অসুবিধার সম্মুখীন হতে থাকবেন? 
আরও পড়ুন: আইফোন, ল্যাপটপ কেনা হচ্ছে বন তহবিলের টাকায়! উত্তরাখান্ডে ৬০৭ কোটির জালিয়াতি...
এয়ার ইন্ডিয়া তাঁর পোস্টের উত্তরে জানায় যে, তারা বিষয়টি 'সতর্কতার সঙ্গে দেখছে' এবং ভবিষ্যতে অবশ্যই যেন এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার চেষ্টা করবেন। 'আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই। দয়া করে আমাদের ডাইরেক্ট মেসেজে করুন এবং জানান, কখন আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে,' এয়ার ইন্ডিয়া জানায়।

মন্ত্রী চৌহানের অভিযোগের পর, কংগ্রেস বিষয়টি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ করে। কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে চৌহানের টুইটের কোট করে লেখা হয়, 'ট্রেনে যাত্রীরা সমস্যায়, বিমানে যাত্রীরা দুর্ভোগে। মানুষ অভিযোগ করেন, ভিডিও করেন, কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। এখন যেহেতু শিবরাজ জি নিজে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং টুইট করেছেন, হয়তো এবার কিছু ব্যবস্থা নেওয়া হবে!'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.