Wedding Procession: ভয়ংকর! বরযাত্রীর গুলি খেয়ে বাবার কোলে বসেই মারা গেল দু'বছরের শিশু...

Noida: বাবার কোলে বসে বরযাত্রীর শোভাযাত্রা দেখছিল দু'বছরের ছেলে। আচমকাই বরযাত্রীর মধ্যে একজন বন্দুক বের করে গুলি চালাল আকাশে। কিন্তু সেই গুলি গিয়ে লাগল ওই দু'বছরের শিশুর মাথায়।

Updated By: Feb 18, 2025, 07:17 PM IST
Wedding Procession: ভয়ংকর! বরযাত্রীর গুলি খেয়ে বাবার কোলে বসেই মারা গেল দু'বছরের শিশু...
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাড়ম্বরের সঙ্গে বরযাত্রী নিয়ে বর যাচ্ছে বিয়ে করতে। বরযাত্রীর শোভাযাত্রায় যেন কোনও ত্রুটি না থেকে যায়। তাই তার জন্য আতসবাজি না ফাটিয়ে আকাশে চলল দেদার গুলি। আনন্দে মাতোয়ারা সকলেই। আচমকাই চোখের নিমেষে আনন্দ পাল্টে গেল শোকে। শোভাযাত্রায় চলা গুলিতে নিহত এক দুই বছরের ছেলে। ঘটনাটি ঘটে, নয়ডার সেক্টর ৪৯-এর আঘাপুর গ্রামে।

জানা গিয়েছে, গত রবিবার রাত ৯টার দিকে আঘাপুর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল বরযাত্রীর শোভাযাত্রা। সেটাই দেখার জন্য এলাকাবাসী যে যার বাড়ির ছাদ, বারান্দা থেকে শোভাযাত্রা দেখছিল। কেউ কেউ ভিডিয়ো করছিল। সবার মতই বাড়ির বারান্দা থেকে এক দুই বছরের ছেলে বাবার কোলে বসে বরযাত্রীর শোভাযাত্রা দেখছিল। শোভাযাত্রায় আচমকাই একজন বন্দুক বের করে আকাশের দিকে গুলি চালায়। কিন্তু সেই গুলি গিয়ে লাগে ওই দুই বছরের ছেলের মাথায়। মুহূর্তের রক্তে ভেসে যায় বাবার কোল।

আরও পড়ুন: Kolkata Sexual Assault: শোভাবাজারে শিশুকে নৃশংস ধর্ষণ! সবক শেখাতে 'বর্বর' রাজীবকে ফাঁসির সাজা...

তত্‍ক্ষণাত্‍ আহত শিশুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ইতোমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। 

আরও জানা গিয়েছে, ছেলেটি তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। উত্তর প্রদেশের বুলন্দশহরের বাসিন্দা তাঁরা এবং নয়ডায় ভাড়া বাড়িতে থাকেন। পুলিস জানিয়েছে, বরের বাবা এবং মামাকে আটক করা হয়েছে। যদিও তারা এই ঘটনায় জড়িত নয়। পুলিস হ্যাপি ও দীপাংশু নামে দুইজনকে ইতোমধ্যেই খুঁজছে। জানা গিয়েছে, তারাই বরের পাশের গাড়ি থেকে গুলি চালাচ্ছিল। ইতোমধ্যেই পুলিস ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা (হত্যা নয়, অপরাধমূলক হত্যা) এবং অস্ত্র আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.