Mizoram Student Murder: মৃত্যু নিশ্চিত করতে কোপের পর কোপ সহপাঠীর! কেরালায় মিজোরামের ইঞ্জিনিয়ারিং ছাত্রকে খুন...

Mizoram Student Murder:  প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিল সে। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত বলে ঘোষণা করে তাঁকে। 

Updated By: Feb 23, 2025, 06:11 PM IST
Mizoram Student Murder: মৃত্যু নিশ্চিত করতে কোপের পর কোপ সহপাঠীর! কেরালায় মিজোরামের ইঞ্জিনিয়ারিং ছাত্রকে খুন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই, নেপালি ছাত্রদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ওড়িশার ভুবনেশ্বরের 'কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি' (কেআইআইটি)। কারণ সেখানে ২০ বছরের তরুণী প্রকৃতি লামসালের ঝুলন্ত দেহ কেআইআইটি-র হোস্টেল ঘর থেকে উদ্ধার হয়েছিল। তারপরই সমস্ত নেপালি পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পড়ুয়াদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ জোর করে বার করে দিয়েছিল তাঁদের। যদিও পরবর্তীতে কলেজ থেকে একটি নোটিশ বার করা হয় সেখানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ করা হয়।

আরও পড়ুন:  'যাঁরা দাসত্বের মানসিকতা থেকে....', মহাকুম্ভ নিয়ে এবার মুখ খুললেন মোদী!

সেই ঘটনার একমাসও হয়নি। ফের কেরালায় খুন হল মিজোরামের ২৩ বছর বয়সী এক পড়ুয়া। পুলিস সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠীরাই কোপাতে কোপাতে খুন করে তাঁকে। মৃত ওই পড়ুয়ার নাম ভি এল ভ্যালেন্টাইন। চতুর্থ বছরের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিল সে। তাঁর সহপাঠী লামসাং নামক এক পড়ুয়াকেও এই ঘটনায় পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: বছর কুড়ির অবিবাহিতা মেয়ে গর্ভবতী, রাগে খুন করল মা! মুম্বইয়ে নির্মমতা...

জানা গিয়েছে, ঘটনাটি শনিবার রাত ১০টা বেজে ৪৫ মিনিটে কলেজের কাছেই ঘটেছে। কী হয়েছিল সেই রাতে? পুলিসের মতে, পড়ুয়াদের একটি গ্রুপ মদ্যপান করছিল। যেখানে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে ওই পড়ুয়ারা। সেই সময় ভ্যালেন্টাইনকে কোপাতে শুরু করে কিছু পড়ুয়া। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মৃত বলে ঘোষণা করে তাঁকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই গোটা কলেজ পুলিসি ঘেরাটোপে মোড়া। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তারই তদন্ত করছে পুলিস। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল

.