Srabanti: 'আমার থেকে ১০ বছরের ছোট', ছেলের প্রেমিকা 'বোনের মতো'! অকপট শ্রাবন্তী...

Srabanti Chatterjee: ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়েই খবরের শিরোনামে থাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার ছেলের প্রেমিকাকে নিয়ে কথা বললেন নায়িকা। জানালেন ছেলে ও তাঁর প্রেমিকার সঙ্গে কেমন সম্পর্ক তাঁর। 

Updated By: Feb 23, 2025, 03:47 PM IST
Srabanti: 'আমার থেকে ১০ বছরের ছোট', ছেলের প্রেমিকা 'বোনের মতো'! অকপট শ্রাবন্তী...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেম, বিয়ে, স্বামী, ডিভোর্স, প্রেমিক থেকে ছেলে, ছেলের প্রেমিকা... ব্য়ক্তিগত জীবন নিয়ে বারংবার সমালোচনার মুখে পড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনবার বিয়ের ব্যর্থতার পর একা হাতেই ছেলে ঝিনুককে মানুষ করছেন নায়িকা। মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছেন শ্রাবন্তী। এখন তাঁর ছেলে ঝিনুক তথা অভিমন্যু বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন মডেল দামিনী ঘোষের সঙ্গে। 

সামাজিক মাধ্যমে চোখ রাখলে প্রায়শই দেখা যায়, হবু বৌমার সঙ্গে নানা মুহূর্ত উদযাপন করছেন শ্রাবন্তী। হোক ভ্যাকেশন, হোক কিংবা পূজা, দামিনীর সঙ্গে লেন্সবন্দী হচ্ছেন অভিনেত্রী। ২০১৮ সাল থেকে প্রেম করছে অভিমন্যু ও দামিনী। সম্প্রতি ছবির প্রচারে নায়িকা জানান যে ছেলের প্রেমিকার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক খুব ভাল, একেবারে বন্ধুর মতো। তাঁদের বয়সের পার্থক্য নাকি মাত্র ১০ বছর।

আরও পড়ুন- Aamir Khan: '২-৩ সপ্তাহ কথাও বন্ধ', অবসাদে বিপন্ন আমির!

শ্রাবন্তী বলেন, ‘ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি ওদেরকে নিয়ে। কারণ আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী। মেয়েটা আমার থেকে ১০ বছরের ছোট। সে হিসেবে আমার বোনেরই মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিনজন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।’

শ্রাবন্তী আরও বলেন, ‘আমি ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। আজ আমার ছেলে আর আমি বন্ধু। এখন ঝিনুক আমার অভিভাবক। আমি ওকে 'রয়্যাল বেঙ্গল টাইগার' নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! বলে, 'তোমার মধ্যে কোনোদিন পরিণতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে!' আমি বলি, আমার এরকমই ভালো লাগে।’ 

আরও পড়ুন- Jhilam Gupta: 'কনটেন্টের নামে নোংরামিকে নরমালাইজ করা হচ্ছে', ঝিলামের পোস্ট ঘিরে উত্তাল নেটপাড়া...

উল্লেখ্য, ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে ঝিনুক। বিয়ের প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় নায়িকার। সে বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও। এর তিন বছর পর রোশনকে বিয়ে করেন তিনি। ২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী‌। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। সেটাও ভেঙে যায় বছর গড়াতেই। এরপর যদিও একাধিক ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে তবে নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন অভিনেত্রী। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.